‘হোক কলরব’ সিনেমা নিয়ে এবার সরব BJP নেতা কৌস্তভ বাগচী, ‘সমগ্র বাঙালি জাতির অপমান..’

‘হোক কলরব’ সিনেমা নিয়ে এবার সরব BJP নেতা কৌস্তভ বাগচী, ‘সমগ্র বাঙালি জাতির অপমান..’
কলকাতা: ‘হোক কলরব’ সিনেমা নিয়ে এবার সোশাল মিডিয়ায় সরব বিজেপি নেতা কৌস্তভ বাগচী। ‘তৃণমূল বিধায়ক ও নির্দেশক রাজ চক্রবর্তীর আসন্ন ছবি হোক কলরব। হোক কলরবে বীর শহিদ ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি সম্বন্ধে চূড়ান্ত ব্যাঙ্গাত্মক মনোভাবে তীব্র ধিক্কার। এই অপমানে স্বাধীনতা সংগ্রামীদের দেশের ও সমগ্র বাঙালি জাতির অপমান। ক্ষুদিরাম চাকির সঙ্গে ক্ষুদিরাম বসু বা প্রফুল্ল চাকির মিল নেই।’ বিজেপি এটা নিয়েও রাজনীতি করার চেষ্টা করছে, পাল্টা দাবি বিধায়ক রাজ চক্রবর্তীর।

ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর নতুন ছবির ডায়লগ নিয়ে বিতর্ক। স্বাধীনতা সংগ্রামীদের অপমান করার অভিযোগ করেছেন বিজেপি নেতা কৌস্তভ বাগচী। পাল্টা, বিজেপির IT সেলের অপপ্রচার বলে, জবাব দিয়েছেন রাজ চক্রবর্তী।ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর নতুন ছবি ‘হোক কলরব’। মুক্তির আগেই ছবির এই ডায়লগ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ছবির টিজারে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের সংলাপ ঘিরে উত্তাল সোশাল মিডিয়া।

এই ভিডিওটি পোস্ট করে সোশাল মিডিয়ায় বিজেপি নেতা কৌস্তভ বাগচী লিখেছেন,অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত, তৃণমূল বিধায়ক ও নির্দেশক রাজ চক্রবর্তীর আসন্ন ছবি ‘হোক কলরব’-এ বীর শহীদ ক্ষদিরাম বসু ও প্রফুল্ল চাকি সম্বন্ধে চূড়ান্ত ব্যাঙ্গাত্মক মনোভাবের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছি। এই অপমান স্বাধীনতা সংগ্রামীদের, দেশের ও সমগ্র বাঙালি জাতির অপমান।বিজেপির IT সেলের অপপ্রচার বলে পাল্টা জবাব দিয়েছেন রাজ চক্রবর্তী।ব্যারাকপুর  তৃণমূল কংগ্রেস নির্দেশক ও বিধায়ক রাজ চক্রবর্তী বলেন,’রাজ চক্রবর্তীর বাইট পর্যাপ্ত এবং ভালভাবে লাগাতে হবে…ওর বক্তব্য যেন ঠিক ঠাক ভাবে থাকে।’ ২৩ জানুয়ারি, মুক্তি পাচ্ছে ‘হোক কলরব’।

(Feed Source: abplive.com)