ভেনিজুয়েলায় অপারেশন আমেরিকার, সস্ত্রীক প্রেসিডেন্টকে বন্দি; ভারতীয়দের সতর্ক করল বিদেশ-মন্ত্রক

ভেনিজুয়েলায় অপারেশন আমেরিকার, সস্ত্রীক প্রেসিডেন্টকে বন্দি; ভারতীয়দের সতর্ক করল বিদেশ-মন্ত্রক
নয়াদিল্লি : বারবার মাদক পাচারের অভিযোগ তুলেছে আমেরিকা। অভিযোগ অস্বীকার করে গেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এনিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছিল। চাপ বাড়াতে সেপ্টেম্বর থেকে ভেনিজুয়েলার কাছে জলপথে ২০ বারের বেশি আকাশপথ থেকে হামলা চালিয়েছে আমেরিকা। কিন্তু, এবার একেবারে ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে ঢুকে পড়ল আমেরিকার সেনাবাহিনী। শুধু আক্রমণই নয়, প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রীকে বন্দি করে আমেরিকা নিয়ে গেছে বাহিনী। উভয় দেশের মধ্যে এই উত্তেজনার আবহে ভেনিজুয়েলায় বসবাসরত ভারতীয়দের উদ্দেশে উপদেশাবলী জারি করল ভারত।

কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের তরফে উপদেশ দিয়ে বলা হয়েছে, ‘ভেনিজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতি দেখে, ভারতীয়দের উদ্দেশে বলা হচ্ছে যে ভেনিজুয়েলায় এই মুহূর্তে অপ্রয়োজনীয় ভ্রমণ করবেন না। যে কোনও কারণে ভেনিজুয়েলায় থাকা সকল ভারতীয়কে অত্যন্ত সতর্কতা অবলম্বন করার, তাঁদের চলাচল সীমিত রাখার এবং ইমেল আইডির মাধ্যমে কারাকাসে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। ইমেল আইডি : cons.caracas@mea.gov.in অথবা এমার্জেন্সি ফোন নম্বর +58-412-9584288 (WhatsApp calls-এর জন্যও)।

(Feed Source: abplive.com)