‘খাবে চলো, খাবে চলো!’ বিরিয়ানির বাক্স পেয়ে কলকাতার খুদের সে কী উচ্ছ্বাস! ভিডিও দেখে মন গলল নেটদুনিয়ার!

‘খাবে চলো, খাবে চলো!’ বিরিয়ানির বাক্স পেয়ে কলকাতার খুদের সে কী উচ্ছ্বাস! ভিডিও দেখে মন গলল নেটদুনিয়ার!

কলকাতার এক খুদে বিরিয়ানি হাতে উচ্ছ্বাসে মেতে উঠেছে, ভিডিও ভাইরাল! নেটিজেনরা মিলিয়ে ফেললেন আর এক ঘটনাকে। কী হয়েছিল?

একটি ভিডিওতে দেখা যাচ্ছে, খাবারের প্যাকেট হাতে বাড়িতে ঢুকেই বারবার ‘বিরিয়ানি’ শব্দটা বলতে বলতে আনন্দে আত্মহারা হয়ে পড়েছে এক খুদে। চোখেমুখে উচ্ছ্বাস, মুখভরা হাসি—সব মিলিয়ে তার খুশি লুকোনোর উপায় নেই। ভারতে খাবারপ্রেমীদের হৃদয়ে বিরিয়ানির আলাদা জায়গা আছে, আর কলকাতার এই ছোট্ট ছেলেটা সেটাই যেন প্রমাণ করে দিল। ভাইরাল হওয়া ছোট্ট ভিডিওতে দেখা যায়, খাবারের প্যাকেট হাতে বাড়িতে ঢুকেই সে উচ্ছ্বাসে ‘বিরিয়ানি’ বলতে থাকে। উজ্জ্বল চোখ আর বড় হাসিতে বোঝাই যাচ্ছে, প্যাকেটটা খুলে প্লেটে পড়া পর্যন্ত তার ধৈর্য নেই। ভিডিও দেখে মনে হচ্ছে, সে বাবাকে যত তাড়াতাড়ি সম্ভব পরিবেশন করতে বলছে।