বিজয় হাজারেতে হার্দিক-ঝড়, এক ওভারে মারলেন ৬,৬,৬,৬,৬,৪! অনবদ্য শতরানও হাঁকালেন পাণ্ড্য

বিজয় হাজারেতে হার্দিক-ঝড়, এক ওভারে মারলেন ৬,৬,৬,৬,৬,৪! অনবদ্য শতরানও হাঁকালেন পাণ্ড্য
রাজকোট: হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) প্রতিভা, দক্ষতা নিয়ে কোনও সময়েই কোনও প্রশ্নচিহ্ন ছিল না। তিনি ভারতের হয়ে কত ম্যাচই না জিতিয়েছেন। হার্দিক যে কত বড় গেমচেঞ্জার তা ফের একবার প্রমাণ হল শনিবার, ৩ জানুয়ারি। বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy 2025-26) নিজের কামব্যাক ম্যাচে ধুঁকতে থাকা বঢোদরা ইনিংসকে তিনি শুধু অক্সিজেনই প্রদান করেন না, বরং জয়ের জন্য শক্ত জমি তৈরি করে দেন। ১৩৩ রানের ইনিংস খেলেন হার্দিক। তবে দুর্ভাগ্যবশত আমন মোখাদের পাল্টা সেঞ্চুরিতে হার্দিকের দলকে হারতেই হল।

হার্দিক পাণ্ড্য এদিন যখন ব্যাট করতে নামেন, তখন বঢোদরার স্কোর ৭১ রান। ততক্ষণে আধা দল সাজঘরে ফিরে গিয়েছে। জিতেশ শর্মাও আউট হয়ে গিয়েছেন। ক্রিজে ছিলেন তাঁর দাদা ক্রুণাল। দাদা ও ভাইয়ে মিলেই প্রাথমিকভাবে ইনিংস সামলানোর কাজ শুরু করেন। ক্রুণাল ২৩ রান করে আউট হলেও হার্দিক নিজের ইনিংস চালিয়ে যান। ১৮১ রানে সাত উইকেট হারিয়ে বিরাট চাপে পড়ে গিয়েছিল বঢোদরা। তবে এরপরেই হার্দিক ব্যাটে ঝড় তোলেন।

৩৮তম ওভারে বাঁ-হাতি স্পিনার পার্থ রেখাডের বিরুদ্ধে পাণ্ড্য প্রতিটি বল বাউন্ডারি পার পাঠান। নাগাড়ে পাঁচ ছক্কা হাঁকানোর পর হার্দিক ছয় ছক্কা হাঁকানোর পথেই ছিলেন। তবে ওভারের শেষ বলে ইয়র্কার তিনি ছক্কা হাঁকাতে না পারলেও, তা বাউন্ডারি পার পাঠান। মাত্র ৬৮ বলে নিজের কেরিয়ারে প্রথম লিস্ট এ শতরান পূরণ করেন। হার্দিক শেষমেশ যখন ১৩৩ রানের ইনিংস খেলে ক্রিজ ছাড়েন, তখন স্কোরবোর্ডে বঢোদরা ২৫৮ রান তুলে ফেলেছে। ২৯৩ রানে তাঁর ইনিংস শেষ করেন।

ম্যাচে লড়াই করার জন্য এই রান যথেষ্ট ছিল। তব জয়ের জন্য তা যথেষ্ট হয়নি। আমন এবং অর্থব শুরু থেকেই বিদর্ভের হয়ে ঝড় তোলেন। শতরানের পার্টনারশিপ হাঁকান। আমন অপরাজিত ১৫০ রানের ইনিংস খেলে দলকে মাত্র ৪১.৪ ওভারে নয় উইকেট হাতে রেখে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেন। এই দুরন্ত জয়ে বিজয় হাজারের গ্রুপ বি-তে বিদর্ভ আপাতত দ্বিতীয় স্থানে রয়েছেন।

(Feed Source: abplive.com)