
হার্দিক পাণ্ড্য এদিন যখন ব্যাট করতে নামেন, তখন বঢোদরার স্কোর ৭১ রান। ততক্ষণে আধা দল সাজঘরে ফিরে গিয়েছে। জিতেশ শর্মাও আউট হয়ে গিয়েছেন। ক্রিজে ছিলেন তাঁর দাদা ক্রুণাল। দাদা ও ভাইয়ে মিলেই প্রাথমিকভাবে ইনিংস সামলানোর কাজ শুরু করেন। ক্রুণাল ২৩ রান করে আউট হলেও হার্দিক নিজের ইনিংস চালিয়ে যান। ১৮১ রানে সাত উইকেট হারিয়ে বিরাট চাপে পড়ে গিয়েছিল বঢোদরা। তবে এরপরেই হার্দিক ব্যাটে ঝড় তোলেন।
৩৮তম ওভারে বাঁ-হাতি স্পিনার পার্থ রেখাডের বিরুদ্ধে পাণ্ড্য প্রতিটি বল বাউন্ডারি পার পাঠান। নাগাড়ে পাঁচ ছক্কা হাঁকানোর পর হার্দিক ছয় ছক্কা হাঁকানোর পথেই ছিলেন। তবে ওভারের শেষ বলে ইয়র্কার তিনি ছক্কা হাঁকাতে না পারলেও, তা বাউন্ডারি পার পাঠান। মাত্র ৬৮ বলে নিজের কেরিয়ারে প্রথম লিস্ট এ শতরান পূরণ করেন। হার্দিক শেষমেশ যখন ১৩৩ রানের ইনিংস খেলে ক্রিজ ছাড়েন, তখন স্কোরবোর্ডে বঢোদরা ২৫৮ রান তুলে ফেলেছে। ২৯৩ রানে তাঁর ইনিংস শেষ করেন।
The Hardik Pandya show in Rajkot! 📽️
A maiden List A 💯 when his team needed it the most 💪
Walked in at 71/5 and smashed 133(92), cracking 8 fours and 11 sixes, to propel Baroda to 293/9!
Scorecard ▶️ https://t.co/MFFOqaBuhP#VijayHazareTrophy | @IDFCFIRSTBank |… pic.twitter.com/uje8vBsvAJ
— BCCI Domestic (@BCCIdomestic) January 3, 2026
ম্যাচে লড়াই করার জন্য এই রান যথেষ্ট ছিল। তব জয়ের জন্য তা যথেষ্ট হয়নি। আমন এবং অর্থব শুরু থেকেই বিদর্ভের হয়ে ঝড় তোলেন। শতরানের পার্টনারশিপ হাঁকান। আমন অপরাজিত ১৫০ রানের ইনিংস খেলে দলকে মাত্র ৪১.৪ ওভারে নয় উইকেট হাতে রেখে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেন। এই দুরন্ত জয়ে বিজয় হাজারের গ্রুপ বি-তে বিদর্ভ আপাতত দ্বিতীয় স্থানে রয়েছেন।
(Feed Source: abplive.com)
