মুস্তাফিজুরকে বাদ দেওয়ায় IPL সম্প্রচার বন্ধ করল বাংলাদেশ সরকার, সাফ বলে দেওয়া হল…

মুস্তাফিজুরকে বাদ দেওয়ায় IPL সম্প্রচার বন্ধ করল বাংলাদেশ সরকার, সাফ বলে দেওয়া হল…
কলকাতা: দেশজুড়ে বিতর্কের মুখে মুস্তাফিজুর রহমানকে নিয়ে নিজেদের সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।  কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর বাংলাদেশ সরকার দেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার ও স্ট্রিমিং অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছে, এমনটাই খবর বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে। দুই দেশের মধ্যে এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই এই সিদ্ধান্ত নিল বাংলাদেশ।

সোমবার বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক এই নির্দেশ জারি করেছে। এর ফলে দেশের দর্শকরা এখন থেকে কোনো টিভি চ্যানেল বা স্ট্রিমিং প্ল্যাটফর্মে আইনত আইপিএল ম্যাচ দেখতে পারবেন না।

প্রথম আলো সূত্রে খবর, চিঠিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী ২৬ মার্চ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ খতিয়ে দেখা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই। এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।

এদিকে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের সবকয়টি ম্যাচই ভারতে হওয়ার কথা ছিল, যার মধ্যে তিনটি ম্য়াচ হত কলকাতার ইডেন গার্ডেন্সেই। তবে Daily Star-র রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ বোর্ড দলকে ভারতে পাঠাবে না বলেই সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে আইসিসিকে সেই ম্যাচগুলি সরানোর জন্য অনুরোধ করা হবে।

বিসিবির তরফে আজই বোর্ড অফ ডিরেক্টর্সদের একটি বৈঠক ডাকা হয়েছিল। সেখানে সকলের সঙ্গে আলোচনার পরেই এক বিবৃতির মাধ্যমে সবটা খোলসা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির তরফে বিবৃতিতে জানানো হয়, ‘গত ২৪ ঘণ্টার ঘটনাপ্রবহ লক্ষ্য করে বোর্ড বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেছে এবং বর্তমানে বাংলাদেশের ভারতে আয়োজিত হওয়ার ম্যাচগুলি খেলার বিষয়ে গভীরভাবে উদ্বেগও প্রকাশ করা হয়েছে।’

(Feed Source: abplive.com)