Rahul Gandhi: ইনদওরের জলদূষণ কাণ্ডে অসুস্থদের সঙ্গে দেখা করলেন রাহুল! পাল্টা ভোপাল ট্র্যাজেডি মনে করাল বিজেপি

Rahul Gandhi: ইনদওরের জলদূষণ কাণ্ডে অসুস্থদের সঙ্গে দেখা করলেন রাহুল! পাল্টা ভোপাল ট্র্যাজেডি মনে করাল বিজেপি

অন্যদিকে, মধ্যপ্রদেশ কংগ্রেসের সভাপতি জিতু পতওয়ারি দাবি করেছন, দূষিত জল খেয়ে ২৪ জন মানুষ মারা গিয়েছেন, ৮-১০ জনের অবস্থা এখনও সঙ্কটজনক৷

ইনদওর: মধ্যপ্রদেশের জলদূষণে ১৫ জনের মৃত্যু ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল সারা দেশে৷ ঘটনার পরে প্রায় হপ্তা দু’য়েক পরে ভগীরথপুরায় অসুস্থদের সঙ্গে দেখা করতে গেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷