
উজ্জয়িনী: নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের শেষ ম্য়াচে আগামীকাল ফের ২২ গজে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। প্রথম ম্য়াচে জয়ের পর দ্বিতীয় ম্য়াচেই হারতে হয়েছিল শুভমন গিলের দলকে। তৃতীয় ম্য়াচের আগে উজ্জিয়নীতে মহাকালেশ্বর মন্দিরে পৌঁছে গেলেন বিরাট কোহলি ও কুলদীপ যাদব।
১৮ জানুয়ারি ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ভারত-নিউজিল্য়ান্ড খেলতে নামবে। সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে কুলদীপ জানিয়েছেন, ”এটা দারুণ একটা অভিজ্ঞতা আমার জন্য। এখানে শেষবার এসেছিলাম ৯ বছর আগে। এখানে দর্শন করেছিলাম। এখানে যখনই আসি একটা অদ্ভুত স্নিগ্ধতা অনুভব করি আমি। আমাদের ইতিবাচক মানসিকতা থাকে এখানে এলে। আশা করি ভগবানের কৃপায় আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপেও দারুণ পারফর্ম করতে পারব।”
হোলকার স্টেডিয়ামে ভারত ও নিউজিল্য়ান্ড তৃতীয় ওয়ান ডে ম্য়াচে নামার আগে এই মাঠে ভারতীয় ক্রিকেট দলের আগের রেকর্ড কেমন, তা একবার দেখা যাক। এই মাঠে কিন্তু টিম ইন্ডিয়ার অতীতের রেকর্ড তাঁদেরকেই এগিয়ে রাখতে তৃতীয় ওয়ান ডে-তে নামার আগে। ওয়ান ডেতে এই মাঠে ভারতের রেকর্ড দুরন্ত। কিউয়িদের বিরুদ্ধে রবিবারের ম্যাচটি হোলকার স্টেডিয়ামে ভারতের অষ্টম ওয়ান ডে ম্যাচ হতে চলেছে। এর আগে এই মাঠে নিজেদের সাত ম্যাচ খেলে সাতটি ম্যাচেই জয় পেয়েছে ভারতীয় দল। অর্থাৎ প্রতিপক্ষ যে দলই হোক না কেন, ভারতীয় ক্রিকেট দলের রেকর্ড কিন্তু দারুণ এই মাঠে।
শ্রেয়স এবার টি-টোয়েন্টি স্কোয়াডে
নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচর টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে আগামী মাস থেকে বসবে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই মেগা টুর্নামেন্টের আগে কিউয়িদের বিরুদ্ধে ঘরের মাঠে এই টি-টােয়েন্টি সিরিজই ভারতের জন্য শেষ সিরিজ হতে চলেছে। এটি ড্রেস রিহার্সাল হিসেবেই নিচ্ছে টিম ইন্ডিয়া।
এদিকে কিউয়িদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্য়াচ থেকে আগেই ছিটকে গিয়েছিলেন তিলক বর্মা। এই পরিস্থিতিতে শ্রেয়স আইয়ারকে তিন ম্য়াচের জন্য দলে নেওয়া হয়েছে। অন্য়দিকে দলে ঢুকেছেন রবি বিষ্ণোইও। ওয়াশিংটন সুন্দর কিউয়িদের বিরুদ্ধএ প্রথম ওয়ান ডে ম্য়াচে খেলার সময় চোট পেয়েছিলেন। তিনিও টি-টোয়েন্টি সিরিজ থেকে পুরো পুরি ছিটকে গিয়েছেন। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে আদৌ মাঠে নামবেন কি না, তা এখনই বলা সম্ভব নয়। সেক্ষেত্রে বিষ্ণোই হয়ত পরবর্তীতে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও ঢুকে পড়তে পারেন।
(Feed Source: abplive.com)
