
সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে সাইনাকে শুভেচ্ছা জানান বিরাট। তিনি লেখেন, ‘ভারতীয় ব্যাডমিন্টনকে বিশ্বের দরবারে তুলে ধরার এক ঐতিহাসিক কেরিয়ারের জন্য তোমাকে অনেক অভিনন্দন। তোমার প্রাপ্য অবসর আনন্দঘন, পরিপূর্ণ হোক। গোটা দেশ তোমার জন্য গর্বিত।’
Congratulations @NSaina on a legendary career that put Indian badminton on the world stage. Wishing you a happy, fulfilling and well-deserved retirement. India is proud. 🇮🇳🏸
— Virat Kohli (@imVkohli) January 23, 2026
প্রায় দুই বছর আগে শেষবার কোনও পেশাদার টুর্নামেন্টে খেলেছিলেন সাইনা। ২০২৩ সালে সিঙ্গাপুরে সেই টুর্নামেন্টে আয়োজিত হয়েছিল। এরপর থেকে আর কোর্টে দেখা যায়নি তাঁকে। হাঁটুর চোটের জন্য গত কয়েক বছর ধরে টানা ভুগতে হচ্ছে একসময়ের বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন তারকাকে। শেষ পর্যন্ত আর পারলেন না তিনি। নিজের সোশ্যাল মিডিয়ায় অবসরের কথা ঘোষণা করেন সাইনা।
৩৫ বছরের তারকা শাটলার জানান, ‘আমি গত দুই বছর ধরে কোনও ম্য়াচে খেলছি না। ২০২৩ সালে শেষবার খেলেছিলাম। আমি নিজের শর্তেই এই খেলায় এসেছিলাম। তাই চাইনি আলাদা করে অবসরের কথা ঘোষণা করতে। কিন্তু সত্যি বলতে আমি আর টানতে পারছিলাম না। হাঁটুর চোট আমার কেরিয়ারকে শেষ করে দিয়েছিল। আমার কার্টিলেজ একেবারে ক্ষতিগ্রস্থ হয়ে গিয়েছিল। আমার আর্থারাইটিসের সমস্যা আছে। যা আমার বাবা-মা কে জানানোর ছিল। আমার কোচকেও জানানোর ছিল। তাই শেষ পর্যন্ত এই কঠিন সিদ্ধান্তটা নিয়েই ফেললাম।’
২০১২ সালের লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী সাইনা আরও জানান, ”আমি খেলাটা টেনে নিয়ে যেতে পারছিলাম না আর। হাঁটুর চোটই আমার কেরিয়ারে কাল হয়েছে।’ ২০১০ সালে কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন সাইনা। এরপর ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন এই তারকা শাটলার। অলিম্পিক্সের মঞ্চে প্রথম ভারতীয় মহিলা শাটলার হিসেবে পদক জেতার নজির গড়েছিলেন সাইনা। কিন্তু ২০১৬ সালের পরই সাইনার কেরিয়ারে অঘটন ঘটে। হাঁটুর চোটের জন্য সমস্য়া শুরু হয়।
(Feed Source: abplive.com)
