এক ফ্রেমে পুলিশ আর দাবাড়ুর গল্প, মুক্তি পেল ‘জনি বনি’-র পোস্টার

এক ফ্রেমে পুলিশ আর দাবাড়ুর গল্প, মুক্তি পেল ‘জনি বনি’-র পোস্টার

কলকাতা: রঙহীন পোস্টারে আঁকা এক রহস্য গল্প আর দাবার প্যাঁচে প্যাঁচে তা যেন আরও জটিল, দুর্ভেদ্য। মুক্তি পেল নতুন ওয়েব সিরিজ ‘জনি বনি’-র অফিশিয়াল পোস্টার।

টলিউডে নতুন জুটির খবর আগেই জানিয়েছিল এবিপি লাইভ। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে নতুন ওয়েব সিরিজ ‘জনি ও বনি’-র প্রথম লুক। এই সিরিজে দেখা যাবে স্বস্তিকা দত্ত ও দেবাশীষ মণ্ডলকে। ক্লিক'(Klikk) ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির অপেক্ষায় ‘জনি বনি’ (Johny Bonny)। প্রকাশ্যে এসেছে সিরিজের প্রথম লুক পোস্টার। অভিজিৎ চৌধুরী (Abhijit Chowdhury) পরিচালিত এই সিরিজের প্রযোজনায় রয়েছে মিলকি ওয়ে ফিল্মস’ (Milky Way Films)।

গল্পের প্রেক্ষাপট কিছুটা এমন, তরুণ পুলিশ অফিসার জনার্দন দাস ওরফে জনি চায় বড় কোনও কেসের তদন্তের দায়িত্ব পেতে। তবে বড় কেস তো দূর, জনির পোস্টিং হয় স্থানীয় রাজনীতিক প্রমোদ সেনের বাড়ির নিরাপত্তার তদারকির দায়িত্বে। প্রমোদ সেনের স্ত্রী সুরমা, জনিকে বাড়ির ছেলের মতো ভালবাসেন বলে দাবি করেন। প্রমোদের আপত্তি থাকা সত্ত্বেও, বাড়ির বাজার করা থেকে পোষ্য কুকুরের দেখাশোনা, সবরকমের গৃহস্থলীর কাজ করাই জনির প্রধান দায়িত্ব হয়ে দাঁড়ায়। বার বার চেষ্টা করা সত্ত্বেও জনি কিছুতেই থানা থেকে ডিউটি বদল করতে পারে না। এমনকী জনিকে নিজের স্ত্রী আঁখির কাছেও ডিউটি নিয়ে মিথ্যা গল্প বলতে হয়, কারণ আর যাই ঘটে যাক না কেন জনি কিছুতেই আঁখির চোখে ছোটো হতে চায় না।

এর মধ্যে আঁখির দিদির ছেলে, তেরো বছরের বনি, দুর্গাপুরে ওর বাড়ি থেকে পালিয়ে, জনার্দনদের বাড়িতে এসে হাজির হয়। কলকাতায় সে একটা দাবার টুর্নামেন্ট খেলতে চায়। জনি এবং বনির মধ্যে সম্পর্কটা একটু গোলমেলে, অনেকটা টম অ্যান্ড জেরির মতো। জনি চায় বনি বড়দের শাসন মেনে কাজ করুক। কিন্তু বনি কিছুতেই বিশ্বাস করে না ছোটরা বড়দের থেকে কম বোঝে। জনি আঁখিকে ডিউটি নিয়ে যাইই গল্প দিতে যায়, বনি সেগুলো আষাঢ়ে গল্প বলে ঘোষণা করে।

এরপর জনির ভাগ্যচক্রে হঠাৎ পরিবর্তন আসে যখন তিনজন দুষ্কৃতী প্রমোদ সেনের বাড়িতে অকস্মাৎ হামলা করে। জনি অসীম সাহসিকতার পরিচয় দিয়ে নিজে গুলি খেয়ে প্রমোদ সেনদের বাঁচিয়ে দেয়। কিন্তু ঘটনার পর থেকে প্রমোদ সেনের মেয়ে রিমিরও খোঁজ পাওয়া যায় না। জনি সেই কেসের তদন্তের দায়িত্ব পায়। জনি তদন্ত করতে শুরু করে ক্রমশ বুঝতে পারে অত্যন্ত ক্ষমতাশালী কিছু মানুষ গোটা ঘটনাটার সঙ্গে জড়িয়ে এবং লোকাল থানা আসলে চায় না কেসটার সমাধান হোক। একইসঙ্গে বনির দাবা টুর্নামেন্ট শুরু হয়।

জনি কি পারবে তার কেরিয়ারের প্রথম কেস সমাধান করতে? বনি কি পারবে দাবা টুর্নামেন্টে জিতে নিজেকে প্রমাণ করতে? নাকি দুজনকে লক্ষ্য পূরণ করতে একে অন্যের সাহায্য নিতে হবে। পরতে পরতে রহস্য, দাবার চাল, অলীক স্বপ্ন ছুঁতে চাওয়া এক পুলিশ অফিসার এবং এক কিশোরের আখ্যান নিয়েই গল্প ‘জনি বনি’।