আপনার শিশু এই টিকা পেয়েছে তো? নয়া তথ্যে বাড়ছে উদ্বেগ!

আপনার শিশু এই টিকা পেয়েছে তো? নয়া তথ্যে বাড়ছে উদ্বেগ!

কলকাতা: কোভিড এখনও যায়নি। প্রায় বছর তিনেক হতে চলল বিশ্বজুড়ে দফায় দফায় ত্রাস সৃষ্টি করেছে করোনাভাইরাস (Coronavirus)। ধাক্কা এসে পড়েছে অর্থনীতিতে, সমাজে-মানসিক স্বাস্থ্যেও। এবার আরও একটি ভয়ের তথ্যই এল সামনে। কোভিডের কারণে ধাক্কা খেয়েছে শিশুদের স্বাস্থ্যও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং ইউনিসেফের (UNICEF) তরফে সম্প্রতি একটি তথ্য় প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, গত তিন দশকে শিশুদের টিকাকরণে সবচেয়ে বেশি ঘাটতি দেখা গিয়েছে কোভিডের কারণে। বিশ্বজুড়ে ছবিটা মোটামুটি একই। ১৫ জুলাই, ইউনিসেফের তরফে এই নিয়ে একটি প্রেস বিবৃতিও জারি করা হয়েছে।

কোথায় উদ্বেগ:
ডিপথেরিয়া (Diptheria), টিটেনাস (Tetanus) এবং পার্টুসিস (Pertusis)-এর জন্য শিশুদের DTP3 টিকা দেওয়া হয়। কোভিডের সময়ে সেই টিকা পায়নি বহু শিশু। শুধুমাত্র ২০২১ সালেই ২৫ মিলিয়ন শিশু ওই টিকা পায়নি। যে সংখ্যাটি ২০২০ সালের চেয়ে ২ মিলিয়ন বেশি এবং ২০১৯ সালের চেয়ে ৬ মিলিয়ন বেশি। তথ্য বলছে এর মধ্যে অন্তত ১৮ মিলিয়ন এমন শিশু রয়েছে যারা ২০২১ সালে একটিও ডোজ পায়নি।

কোথায় এমন ছবি: 
বিশ্বজুড়েই এমন ছবি দেখা গিয়েছে। তবে দাবি করা হয়েছে সংখ্যার বিচারে এমন ঘটনা বেশি দেখা গিয়েছে ভারত, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, ইথিওপিয়া, ফিলিপিন্সের মতো দেশে। তবে ২০১৯ ও ২০২১ সালের মধ্যে টিকা না পাওয়ার হারের দিক থেকে বিচার করলে সবচেয়ে আগে রয়েছে মায়ানমার ও মোজাম্বিক। এর ফলে ওই শিশুদের স্বাস্থ্য নিয়ে প্রবল উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ।

টিকাকরণে ধাক্কা কেন?

রিপোর্টে একাধিক কারণের কথা উল্লেখ করা হয়েছে।

    • কোভিডের কারণে টিকার জোগান এবং টিকাকরণ প্রক্রিয়া ধাক্কা খেয়েছে।
    • কোভিডের মোকাবিলা ও কোভিড টিকার পিছনে অর্থ ও সম্পদ খরচ।
    • কোভিডের জন্য বিভিন্ন পদক্ষেপের কারণে টিকা দেওয়ার সুযোগও পাওয়া যায়নি।
    • এছাড়াও, অসচেতনতা-ভুল তথ্য এবং এরকম একাধিক কারণে ঘটে থাকা উদাসীনতা। 

ইউনিসেফ-হু’র বার্তা

UNICEF-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ক্যাথেরিন রাসেল (Catherine Russel) জানিয়েছেন, শিশুদের স্বাস্থ্য নিয়ে এই তথ্য অত্য়ন্ত উদ্বেগের। বহু শিশু অসুস্থ হতে পারে, ওই রোগগুলি ছড়াতেও পারে টিকাকরণে এমন ঘাটতির কারণে। দ্রুত ওই শিশুদের টিকাকরণের আওতায় নিয়ে আসা প্রয়োজন বলে জানান তিনি। একই পরামর্শ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল ট্রেড্রোস আধানম ঘেব্রেয়ুস (Tedros Adhanom Ghebreyesus)-এর পরামর্শ, কোভিডের টিকাকরণের সঙ্গেই এতদিন ধরে চলা বাকি রোগের টিকাকরণও চলুক।

(Source: abplive.com)