আপনার শিশু এই টিকা পেয়েছে তো? নয়া তথ্যে বাড়ছে উদ্বেগ!
কলকাতা: কোভিড এখনও যায়নি। প্রায় বছর তিনেক হতে চলল বিশ্বজুড়ে দফায় দফায় ত্রাস সৃষ্টি করেছে করোনাভাইরাস (Coronavirus)। ধাক্কা এসে পড়েছে অর্থনীতিতে, সমাজে-মানসিক স্বাস্থ্যেও। এবার আরও একটি ভয়ের তথ্যই এল সামনে। কোভিডের কারণে ধাক্কা খেয়েছে শিশুদের স্বাস্থ্যও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং ইউনিসেফের (UNICEF) তরফে সম্প্রতি একটি তথ্য় প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, গত তিন দশকে শিশুদের টিকাকরণে সবচেয়ে বেশি ঘাটতি দেখা গিয়েছে কোভিডের কারণে। বিশ্বজুড়ে ছবিটা মোটামুটি একই। ১৫ জুলাই, ইউনিসেফের তরফে এই নিয়ে একটি প্রেস বিবৃতিও জারি…