রহস্যের গল্পের সুরের বাঁধন, মুক্তি পেল ‘জনি বনি’-র টাইটেল ট্র্যাক

রহস্যের গল্পের সুরের বাঁধন, মুক্তি পেল ‘জনি বনি’-র টাইটেল ট্র্যাক

কলকাতা: রহস্য়ের গল্পকে গানের সুরে বাঁধল ‘জনি বনি’ (Johny Bonny)-র নতুন গান ‘জনি বনি’। আজ মুক্তি পেল নতুন ওয়েব সিরিজের টাইটেল ট্র্যাক (Title Track)। এই ওয়েবসিরিজের মুখ্যভূমিকায় অভিনয় করেছেন ‘মন্দার’ খ্যাত দেবাশীষ মণ্ডল (Debashish Mondal) ও স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। সিরিজটি পরিচালনা করছেন অভিজিৎ চৌধুরী।

গল্পের প্রেক্ষাপট কিছুটা এমন, তরুণ পুলিশ অফিসার জনার্দন দাস ওরফে জনি চায় বড় কোনও কেসের তদন্তের দায়িত্ব পেতে। তবে বড় কেস তো দূর, জনির পোস্টিং হয় স্থানীয় রাজনীতিক প্রমোদ সেনের বাড়ির নিরাপত্তার তদারকির দায়িত্বে। প্রমোদ সেনের স্ত্রী সুরমা, জনিকে বাড়ির ছেলের মতো ভালবাসেন বলে দাবি করেন। প্রমোদের আপত্তি থাকা সত্ত্বেও, বাড়ির বাজার করা থেকে পোষ্য কুকুরের দেখাশোনা, সবরকমের গৃহস্থলীর কাজ করাই জনির প্রধান দায়িত্ব হয়ে দাঁড়ায়। বার বার চেষ্টা করা সত্ত্বেও জনি কিছুতেই থানা থেকে ডিউটি বদল করতে পারে না। এমনকী জনিকে নিজের স্ত্রী আঁখির কাছেও ডিউটি নিয়ে মিথ্যা গল্প বলতে হয়, কারণ আর যাই ঘটে যাক না কেন জনি কিছুতেই আঁখির চোখে ছোটো হতে চায় না।

এর মধ্যে আঁখির দিদির ছেলে, তেরো বছরের বনি, দুর্গাপুরে ওর বাড়ি থেকে পালিয়ে, জনার্দনদের বাড়িতে এসে হাজির হয়। কলকাতায় সে একটা দাবার টুর্নামেন্ট খেলতে চায়। জনি এবং বনির মধ্যে সম্পর্কটা একটু গোলমেলে, অনেকটা টম অ্যান্ড জেরির মতো। জনি চায় বনি বড়দের শাসন মেনে কাজ করুক। কিন্তু বনি কিছুতেই বিশ্বাস করে না ছোটরা বড়দের থেকে কম বোঝে। জনি আঁখিকে ডিউটি নিয়ে যাইই গল্প দিতে যায়, বনি সেগুলো আষাঢ়ে গল্প বলে ঘোষণা করে।

(Source: abplive.com)