এক ডজন দলিল, লেখা অর্পিতার নাম! পার্থর বাড়িতে কী মিলল, সিজার লিস্টে জানালো ইডি

এক ডজন দলিল, লেখা অর্পিতার নাম! পার্থর বাড়িতে কী মিলল, সিজার লিস্টে জানালো ইডি

#কলকাতা: একটি দু’টি নয়, রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়ি থেকে একসঙ্গে বারোটি দলিল বাজেয়াপ্ত করা হয়েছে৷ আদালতে ইডি যে সিজার লিস্ট জমা দিয়েছে, তাতে অন্তত এমনই দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷

ইডি-র দেওয়া তথ্য অনুযায়ী, এই বারোটি দলিলের মধ্যে পাঁচটি রয়েছে ইচ্ছে এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের নামে৷ অর্পিতা মুখোপাধ্যায়ের নামেও দু’টি কনভিয়েন্স ডিড মিলেছে বলে দাবি ইডি-র৷ তাছাড়াও সেন্ট্রি ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের নামেও পাওয়া গিয়েছে একটি দলিল৷ যে সংস্থার অধিকর্তা হিসেবে নাম রয়েছে অর্পিতা মুখোপাধ্যায়েরই৷

যে দলিলগুলি মিলেছে, তার মধ্যে কোনওটি ২০১৭, ২০১৯ সালে তৈরি হয়েছে৷ আবার এমন দলিলও রয়েছে, যা ২০২২ সালে তৈরি করা হয়েছে৷

শুধু দলিল নয়, ইডি-র সিজার লিস্ট অনুযায়ী চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ড, ২০১২ সালের টেট সংক্রান্ত কিছু নথি, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের একটি নোট ও প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতে পাওয়া গিয়েছে৷ স্কুল শিক্ষা কমিটির নিয়োগ করা উপদেষ্টা কমিটি সংক্রান্ত কিছু কাগজপত্রও পেয়েছে ইডি৷ এ ছাড়াও একটি স্মার্টফোন এবং হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করেছে ইডি৷

প্রসঙ্গত, গত শুক্রবার একযোগে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ স্কুল শিক্ষা কমিশনের একাধিক বর্তমান ও প্রাক্তন কর্তা, এসএসসি-র আধিকারিকদের বাড়িতে তল্লাশি চালায় ইডি৷ ওই দিনই রাতে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগদ প্রায় ২২ কোটি টাকা উদ্ধার করে ইডি৷ এর পরেই গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে৷

Published by:Debamoy Ghosh

(Source: news18.com)