জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাতে আর মাস দুয়েক। তারপরেই অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ ( T20 World Cup 2022)। আগামী ১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে ১৬ দলের মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে বিশ্বসেরা হওয়ার অন্যতম দাবিদার ভারত। কুড়ি ওভারের বিশ্বযুদ্ধের আগে রোহিত শর্মারা নিজেদের ঘরের মাঠে সাদা বলের ক্রিকেটে নিজেদের ঝালিয়ে নেবেন। সীমিত ওভারের ক্রিকেট খেলতে ভারতে আসছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। বুধবার বিসিসিআই (BCCI) সূচি ঘোষণা করে দিল। অস্ট্রেলিয়া আসছে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে। দক্ষিণ আফ্রিকা খেলবে তিন ম্যাচের টি-২০ ও সমসংখ্যক ম্যাচের ওয়ানডে সিরিজ।
অস্ট্রেলিয়া-ইন্ডিয়া তিন ম্যাচের টি-২০ সিরিজের সূচি:
প্রথম টি-২০: ২০ সেপ্টেম্বর (মঙ্গলবার), মোহালি
দ্বিতীয় টি-২০: ২৩ সেপ্টেম্বর (শুক্রবার), নাগপুর
তৃতীয় টি-২০: ২৫ সেপ্টেম্বর (শনিবার), হায়দরাবাদ
দক্ষিণ আফ্রিকা বনাম ভারত তিন ম্যাচের টি-২০ সিরিজের সূচি:
প্রথম টি-২০: ২৮ সেপ্টেম্বর (বুধবার), তিরুঅনন্তপুরম
দ্বিতীয় টি-২০: ২ অক্টোবর (রবিবার), গুয়াহাটি
তৃতীয় টি-২০: ৪ অক্টোবর (মঙ্গলবার), ইন্দোর
দক্ষিণ আফ্রিকা বনাম ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সূচি:
প্রথম ওয়ানডে: ৬ অক্টোবর (বৃহস্পতিবার), লখনউ
দ্বিতীয় ওয়ানডে: ৯ অক্টোবর (রবিবার), রাঁচি
তৃতীয় ওয়ানডে: ১১ অক্টোবর (মঙ্গলবার), নয়াদিল্লি
ভারত এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলছে। ভারত-ওয়েস্ট ইন্জিজ তৃতীয় টি-২০ ম্যাচ রয়েছে আগামী শনিবার। লওডারহিলে এই ম্যাচ জিততে পারলে, ভারত পঞ্চাশ ওভারের পর কুড়ি ওভারের সিরিজও পকেটে পুরে ফেলবে। এরপর শিখর ধাওয়ানের নেতৃত্বে দল উড়ে যাবে জিম্বাবোয়ে। সেখানে খেলা হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ২৭ অগাস্ট থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হবে এশিয়া কাপ।
(Source: zeenews.com)