তিন দেশের মেলবন্ধনে তৈরি হল প্রেমের গান, জুটি বাঁধলেন জন-সঞ্জনা

তিন দেশের মেলবন্ধনে তৈরি হল প্রেমের গান, জুটি বাঁধলেন জন-সঞ্জনা

কলকাতা: প্রেমের গান (love song) তৈরিতে একত্রিত হল তিন দেশের সঙ্গীতশিল্পীরা। তৈরি হল প্রেমের ব্যালাড ‘হয়ে আছি তোর’ (Hoye Acchi Tor)। জোনাই সিংহ (Jonai Singh) ও ‘জেএসই মিউজিক’ (JSE Music) তাদের সর্বশেষ বাংলা অরিজিন্যাল গান রিলিজ করেছে।

‘হয়ে আছি তোর’

মুক্তি পেয়েছে ‘হয়ে আছি তোর’। এই মনভোলানো গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় মহতিম শাকিব। এই প্রেমের গানে দেখা যাবে সকলের পছন্দের জুটি জন ভট্টাচার্য ও সঞ্জনা বন্দ্যোপাধ্যায়কে (John Batyacharyya and Sanjana Banerjee)।

গান তৈরির ক্ষেত্রে দূরত্ব কোনও সমস্যাই নয়। এই প্রথমবার, তিন দেশ অর্থাৎ ভারত, বাংলাদেশ ও আমেরিকা একসঙ্গে সম্পন্ন করল এক সুরেলা সফর। তৈরি হল মিউজিক্যাল প্রজেক্ট ‘হয়ে আছি তোর’।

‘হয়ে আছি তোর’ এমন এক প্রেমের গল্প বলবে যেখানে আনন্দ ও দুঃখ একসঙ্গে বসত করে। সত্যি ভালবাসা, উপলব্ধি হোক বা না হোক, আমাদের হৃদয়ের অন্তরালে চিরকাল রয়ে যায়। বিখ্যাত জুটি জন ও সঞ্জনা, খবই সাবলীল ভঙ্গীতে পর্দায় সেই রসায়ন ফুটিয়ে তুলেছেন।

তাঁদের সর্বশেষ সৃষ্টি সম্পর্কে বেশ ইতিবাচক গানের ক্রিয়েটিভ ডিরেক্টর ও প্রযোজক জোনাই সিংহ। তিনি আপাতত নিউ ইয়র্কেই থাকেন। তাঁর কথায়, ‘যখন বাংলাদেশের সঙ্গীত পরিচালক রিয়াধ অনীক আমাদের সঙ্গে যোগাযোগ করেন আর এই গানটা শোনান, আমরা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। বাংলাদেশের সঙ্গে এটা আমাদের প্রথম কোলাবোরেশন এবং এটাই যে শেষ কাজ নয় সে ব্যাপারে আমরা নিশ্চিত। আমরা খুবই উত্তেজিত।’

মহতিম শাকিবের কথায়, ‘আমরা বেশ কিছু অন্য ধরনের জিনিস এই গানে পরীক্ষা নিরীক্ষা করেছি। গানটার একদম আলাদা একটা ফ্লেভার আছে, এমন একটা স্বাদ যেটার প্রতি আমি ভীষণ আকৃষ্ট হই। আশা করি শ্রোতাবন্ধুরা এই গানটিকে আপন করে নেবেন।’

রিয়াধ বলেন, ‘জেএসই মিউজিকের ব্যানারে এই গানটিকে স্বাগত জানানোর জন্য আমি জোনাই সিংকে ধন্যবাদ জানাই। আমি খুব আশাবাদী যে দুই বাংলার যত ‘প্রেমিক মন’ আছে, তাঁরা গানটি পছন্দ করবেন।’

মহতিম শাকিবের কণ্ঠে, রিয়াধ অনীকের লেখা ও সুরে, জন ভট্টাচার্য ও সঞ্জনা বন্দ্যোপাধ্যায় অভিনীত এই গান মুক্তি পেয়েছে ‘জেএসই মিউজিক’-এর ইউটিউব চ্যানেলে।

(Source: abplive.com)