Lakshya Sen, CWG 2022 : কামব্যাক করে রুদ্ধশ্বাস ফাইনালে ‘লক্ষ্য ভেদ’, প্রথম সোনা জিতে নজির গড়লেন লক্ষ্য সেন

Lakshya Sen, CWG 2022 : কামব্যাক করে রুদ্ধশ্বাস ফাইনালে ‘লক্ষ্য ভেদ’, প্রথম সোনা জিতে নজির গড়লেন লক্ষ্য সেন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পিভি সিন্ধুর (PV Sindhu) পর দ্বিতীয় ভারতীয় (Indian) হিসেবে চলতি কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) সোনা জিতলেন লক্ষ্য সেন (Lakshya Sen)। তাও আবার রুদ্ধশ্বাস ম্যাচে বারবার কামব্যাক করে জয় পেলেন ২০ বছরের ভারতীয় শাটলার। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে দশ নম্বরে থাকা লক্ষ্যের এটা প্রথম কমনওয়েলথ গেমস। এমন প্রতিযোগিতার মেগা ফাইনালে ছিল টানটান উত্তেজনা। তবে চাপ বজায় রেখে পালটা আগ্রাসী মানসিকতার সঙ্গে পারফর্ম করে মালয়েশিয়ার এনজি ইয়ং জে-কে (Ng Tze Yong) হারিয়ে ‘লক্ষ্য ভেদ’ করলেন লক্ষ্য। প্রথম গেমে হারলেও ফিরলেন রাজার মতো। হাড্ডাহাড্ডি লড়াই জিতেই কোর্ট ছাড়লেন তিনি। খেলার ফলাফল ১৯-২১, ২১-৯, ২১-১৬। এই জয়ের পর ভারতের ঘরে এল ২০তম সোনা। এখনও পর্যন্ত মোট পদক সংখ্যা ৫৭।

কিছুক্ষণ আগেই সিন্ধুর দাপুটে জয় দেখেছিলেন। সেই জয় দেখেই কি তাঁর বাড়তি অ্যাড্রিনালিন খরচ হতে শুরু করল! প্রথম গেমের শুরু থেকে লক্ষ্যর খেলা দেখে বারবার সেটাই মনে হচ্ছিল। মালয়েশিয়ার এনজি ইয়ং জে-এর বিরুদ্ধে তাঁর কাউন্টার অ্যাটাক ছিল দেখার মতো। কমনওয়েলথের মঞ্চে প্রথম ফাইনালে নামলেও তাঁর মধ্যে কোনও জড়তা ছিল না। বারবার পিছিয়ে পড়লেও ফিরে আসার লড়াই করছিলেন লক্ষ্য। প্রথম গেমে বিরতির সময় ৯-১১ ব্যবধানে পিছিয়ে ছিলেন। তবে তাই বলে হাল ছেড়ে দেননি। চলছিল হাড্ডাহাড্ডি লড়াই। অদম্য জেদের সঙ্গে র‍্যালি করে যাচ্ছিলেন। দরকারে আস্তিন থেকে বের করছিলেন জোরাল স্ম্যাশ। ফলে পেন্ডুলামের মতো ঝুলছিল ম্যাচ। তবে শেষ পর্যন্ত বিশ্ব র‍্যাকিংয়ের ৪২ নম্বরে থাকা শাটলারের কাছে প্রথম গেমে হেরে গেলেন সিঙ্গলসে ১০ নম্বরে থাকা লক্ষ্য। ফলাফল ১৯-২১।

প্রথমে গেমের আগুনে মেজাজ দ্বিতীয় গেমের শুরু থেকে বজায় ছিল। লক্ষ্য প্রথম কমনওয়েলথে সোনা। সেটা মাথায় রেখেই ফের লড়াই শুরু করলেন ২০ বছরের ভারতীয় শাটলার। টানটান উত্তেজক ম্যাচে তাঁর আত্মবিশ্বাস বাড়ানোর জন্য গ্যলারি থেকে তীব্র উল্লাস ও সমর্থন তো ছিলই। সিন্ধুকে সমর্থন করার জন্য তেরঙা হাতে ভারতীয়রা এ বার লক্ষ্যের জন্য গলা ফাটাচ্ছিলেন। কয়েক দিন আগে মিক্সড টিমে রুপো জেতা লক্ষ্য আরও আগ্রাসী মেজাজে খেলা শুরু করেছিলেন। পালটা লড়ছিলেন নজি ইয়ং জে-ও। তবে এ বার ঘুরে দাঁড়ালেন লক্ষ্য। দাপট দেখিয়ে দ্বিতীয় গেমে ফিরে এলেন। ২১-৯ ব্যবধানে জিতে করলেন কামব্যাক। বিপক্ষকে উড়িয়ে জমিয়ে দিলেন লড়াই।

দ্বিতীয় গেমে দাপুটে কামব্যাকের পর তৃতীয় গেমে লক্ষ্য দাপট দেখাবেন। এমনটাই মনে হচ্ছিল। সে ভাবেই আগ্রাসী মেজাজে শুরুটাও করেছিলেন। মালয়েশিয়ার প্রতিপক্ষ দাঁড়াতেই পারছিলেন না। তবে এরপরেই ফের পট পরিবর্তন। দারুণ কয়েকটা র‍্যালি ও স্ম্যাশের উপর ভর করে ফিরে আসার চেষ্টা করছিলেন এনজি ইয়ং জে। লক্ষ্যও ছেড়ে দেওয়ার পাত্র নন। শেষ গেমে বিপক্ষকে

চলতি বছর তাঁর জোরাল পারফরম্যান্সের উপর ভর করে প্রথমবার থমাস কাপ জিতেছিল ভারত। ইতিহাস গড়েছিল টিম ইন্ডিয়া। বার্মিংহামেও সেই ধারাবাহিকতা বজায় রেখে সোনা জিতলেন। করলেন তাঁর ‘লক্ষ্য ভেদ’। ফলে এই জয়ের পর ভারতের ঘরে এল ২০তম সোনা। এখনও পর্যন্ত মোট পদক সংখ্যা ৫৭।

(Source: zeenews.com)