স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে ৭৫ জন গায়ক গাইলেন জয় হে, মুক্তি পেল গান

স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে ৭৫ জন গায়ক গাইলেন জয় হে, মুক্তি পেল গান

সুরে সুরে স্বাধীনতা দিবস পালন। ভাবনাটা এরমই কিছু ছিল। তাই তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে তার সেরা গায়ক গায়িকাদের একত্রিত করে গাওয়া হল জয় হে। আম্বুজা নেওটিয়ার চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়ার প্রযোজনায় মুক্তি পেল জয় হে ২.০ । ভাবনা এবং পরিচালনায় ছিলেন সৌরেন্দ্র মল্লিক এবং সৌম্যজিৎ দাস, যাঁদের জনগন সৌরেন্দ্র- সৌম্যজিৎ নামেই বেশি চেনে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত ভাগ্য বিধাতা কবিতাটার পুরোটাই গাওয়া হয়েছে এই গান, যার প্রথম স্তবক আমাদের জাতীয় সঙ্গীত।

আজাদি কা অমৃত মহোৎসব, তথা আমাদের স্বাধীনতার ৭৫ বছর উদযাপনের ভালো উপায় বোধহয় এর থেকে কিছুই ছিল না। গতকাল, অর্থাৎ ১৩ অগস্ট এই গানটি ইউটিউবে মুক্তি পেয়েছে।

ভারত ভাগ্য বিধাতা কবিতাটিতে মোট ৫টি স্তবক আছে, যার প্রথমটি আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছে ১৯৫০ সালে। রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি ১৯১১ সালে লিখেছিলেন।

এই গানটি গেয়েছেন ভারতের একাধিক গুণী শিল্পী, এঁদের মধ্যে আছেন আমজাদ আলি খান, রূপম ইসলাম, আশা ভোঁসলে, অনুপম রায়, শ্রেয়া ঘোষাল, সাধনা সরগম, লও মাজাও, রেখা ভরদ্বাজ, আমান আলি বাঙাস, অয়ন আলি বাঙাস, ঊষা উথুপ, জাভেদ আলি, মহালক্ষ্মী আইয়ার, রিদিম সাউ, সোমলতা আচার্য চৌধুরী, টেটসেও সিস্টার্স, হর্ষবর্ধন নেওটিয়া, পূর্বায়ন চ্যাটার্জি, কৈলাশ খের, শুভা মুদগল, পার্বতী বাউল, প্রমুখ।