পিছিয়ে পড়েও জয়, ডুরান্ড কাপে দারুণ শুরু কলকাতার মহমেডান স্পোর্টিংয়ের

পিছিয়ে পড়েও জয়, ডুরান্ড কাপে দারুণ শুরু কলকাতার মহমেডান স্পোর্টিংয়ের

মহমেডান -৩
এফ সি গোয়া -১

#কলকাতা: আশা ছিল নিজেদের ঘরের মাঠে জিতেই ডুরান্ড কাপ অভিযান শুরু করবে মহমেডান স্পোর্টিং। মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে অবশ্য সমর্থকদের হতাশ করছিল কলকাতার ঐতিহ্যশালী এই ক্লাব। উল্টো দিকের দল এফসি গোয়া বিদেশি খেলায়নি এই ম্যাচে। সেদিক থেকে মহমেডান দলে ছিলেন ওসমানে, নুরুদ্দিন দারবানভ এবং মার্কোস জোসেফ।

তাছাড়া ফাইজ, অভিষেকদের মত অভিজ্ঞ ভারতীয় ফুটবলার ছিলেন সাদা কালো শিবিরে। ৩৫ মিনিটে গতির বিপরীতে গোল করে গোয়াকে এগিয়ে দেন নেমিল। প্রতিভাবান এই ফুটবলার দূরপাল্লার শটে দেখার মত গোল করেন। কিছুই করার ছিল না গোলরক্ষক শংকরের। তবে দ্বিতীয়ার্ধ দল শুরু হওয়ার তিন মিনিটের মধ্যে সমতা ফিরিয়ে আনে কলকাতার দল।

বাঁদিক থেকে ফেইজ মাইনাস করলে প্রীতম সিং গোল করতে ভুল করেননি। এরপর গোপী, ফইজ এবং জোসেফ সহজ সুযোগ না হারালে তখনই ব্যবধান বাড়িয়ে নিত ব্ল্যাক প্যান্থার। কিন্তু অবশেষে মহমেডান গোল পেল ৭৮ মিনিটে। পরিবর্ত হিসেবে নামা দুই ফুটবলার আভাস এবং ফজলুর দুরন্ত কম্বিনেশনে জয় সূচক গোল তুলে নিল সাদা কালো শিবির।

ম্যাচ শেষে মহমেডানের রাশিয়ান কোচ জানিয়েছেন এদিন জিতলেও তার দল নিজেদের সেরা ছন্দে খেলতে পারেনি। তবে তিনি আশাবাদী দ্বিতীয় ম্যাচ থেকেই আরো বেশি আক্রমণাত্মক এবং পজেটিভ ফুটবল উপহার দেবে তার ছেলেরা। হেরে গেলেও গোয়া দলের তরুণ ফুটবলাররা যেভাবে লড়াই করলেন তাতে তাদের জন্য কোন প্রশংসাই যথেষ্ট নয়।

৬ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল। ক্যারিবিয়ান স্ট্রাইকার জোসেফ নিজের প্রথম এবং দলের তিন নম্বর গোলটি করে গেলেন ডান দিক থেকে আসা ক্রসে। ভারতীয় ফুটবলে নিজের ক্ষমতা আগেও প্রমাণ করেছেন জোসেফ। একেবারে শেষ লগ্নে ফজলু সহজ সুযোগ না হারালে চার গোল দিতে পারত মহমেডান।

Published by:Rohan Chowdhury

(Source: news18.com)