সচিন জানে, তবে সাহয্যের আশা নেই, অর্থাভাবে ধুঁকছেন কাম্বলি, খুঁজছেন চাকরি

সচিন জানে, তবে সাহয্যের আশা নেই, অর্থাভাবে ধুঁকছেন কাম্বলি, খুঁজছেন চাকরি

#মুম্বই: বিস্ফোরক অভিযোগ তুললেন প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি। সরাসরি অভিযোগ তুললেন সচিন তেন্ডুলকরের বিরুদ্ধে। পাশাপাশি তিনি বললেন, কোনও উপার্জনের রাস্তা তাঁর আর খোলা নেই। তিনি এখন চাকরি খুঁজছেন। তিনি চাইছেন তাঁকে যেন ক্রিকেট সম্পর্কিত কোনও কাজের দায়িত্ব দেওয়া হয়। শুধু পেনশনের টাকায় তাঁর দিন কাটানো একান্ত অসম্ভব হয়ে পড়েছে।

কাম্বলির বয়স ৫০ ছুঁয়েছে, তিনি ২০১৯ সালের টি২০ মুম্বই লিগের সময় একটি দলের কোচের দায়িত্বে ছিলেন। কিন্তু কোভিড পরবর্তী সময়ে তিনি সেই কাজ হারান। তার পর থেকে তাঁর পেট চালানোর একমাত্র উপায় হয়ে দাঁড়িয়েছে তাঁর বিসিসিআই-এর পক্ষ থেকে পাওয়া অবসরভাতার টাকা। আর এই টাকায় তাঁর সংসার চালানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। এর আগে কাম্বলি তেন্ডুলকর মিডলসেক্স গ্লোবাল অ্যাকাডেমিতে প্রশিক্ষকের কাজ করতেন। কিন্তু তিনি বলেছেন, সেই কাজটা করা তাঁর পক্ষে সমস্যার হয়ে দাঁড়াচ্ছে, সেই কারণেই তিনি এখন চাকরি খুঁজছেন।

তিনি সাংবাদিকদের বলেছেন, ‘‘আমি এমসিএ বা মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে সাহায্য চাইছি। আমাকে ক্রিকেট ইমপ্রুভমেন্ট কমিটিতে নেওয়া হয়েছে, তবে সেটি সাম্মানিক পদ। আমি তাই এমসিএ থেকে সাহায্য চাইছি। আমাকে একটি পরিবারের পেট চালাতে হয়। আমি অনেকবার এমসিএকে বলেছি, যদি আমাকে তাঁরা কোনও কাজে ব্যবহার করতে চান। আমি এমসিএস-এর সভাপতি ও সম্পাদকের দিকে তাকিয়ে আছি।’’

এর পরেই আসে তাঁর ছোটবেলার বন্ধু সচিন তেন্ডুলকারের কথা। সে কথা শুনেই কার্যত ভেঙে পড়েন কাম্বলি। তিনি বলেন, ‘‘সচিন আমার সমস্ত পরিস্থিতির কথা জানেন। তবে ওঁর থেকে কোনও সাহায্যের আশা আমি করছি না। ও আমাকে একটি চাকরি (অ্যাকাডেমিতে) দিয়েছিল, কিন্তু আমার পক্ষে সেই কাজ করা সম্ভব না। আমি আশা করব ও আমার পাশে থাকবে।’’

Published by:Uddalak B

(Source: news18.com)