অনুব্রত মণ্ডলের কাছ থেকে প্রায় ১৭ কোটি টাকা বাজেয়াপ্ত সিবিআইয়ের

অনুব্রত মণ্ডলের কাছ থেকে প্রায় ১৭ কোটি টাকা বাজেয়াপ্ত সিবিআইয়ের

কলকাতা: পার্থ-অর্পিতার পর এবার অনুব্রতর (Anubrata Mondal) অ্যাকাউন্টেও কোটি কোটি টাকা! অনুব্রতর কাছ থেকে প্রায় ১৭ কোটি বাজেয়াপ্ত করল সিবিআই। অনুব্রত-সহ ঘনিষ্ঠদের প্রায় ১৬ কোটি ৯৭ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) বাজেয়াপ্ত। অনুব্রত-সহ ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা! গরুপাচারকাণ্ডে (Cattle Smuggling) অনুব্রতর সম্পত্তির খোঁজে সিবিআইয়ের ম্যারাথন তল্লাশি। গরুপাচারকাণ্ডে তদন্তে নেমে অনুব্রতর কোটি কোটি টাকা বাজেয়াপ্ত। কোথা থেকে এল এত টাকা? গরুপাচারকাণ্ডে লেনদেনেই কি এত টাকা? গরুপাচারের সঙ্গে বাজেয়াপ্ত হওয়া টাকার সম্পর্ক খতিয়ে দেখছে সিবিআই (CBI)।

সুকন্যা মণ্ডলের নামে দ্বিতীয় কোম্পানির হদিশ

এদিকে গরুপাচার মামলায় অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের নামে দ্বিতীয় কোম্পানির হদিশ মিলেছে। স্কুল শিক্ষিকা হয়েও কীভাবে কোটি কোটি টাকার সম্পত্তি ? তা জানতে চান সিবিআই (CBI) আধিকারিকরা। এই লক্ষ্যে বাড়িতে যাওয়া সিবিআই আধিকারিকদের ফিরিয়ে দিয়েছেন সুকন্যা। এই আবহেই ‘সতর্কবার্তা’ দিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। “যেসব তৃণমূল কংগ্রেস নেতার ছেলে-মেয়েরা আছেন, তাঁদের নামে কিছু থাকলে এখনই বাবার নামে করে দিন। না হল ভবিষ্যতে তাঁদেরও ঘাড় ধরেও টান পড়তে পারে।”

সুকান্ত মজুমদার বলেন, “চুরি যে করেছে তাকে তার শাস্তি ভোগ করতে হবে। ব্যক্তিগতভাবে তাঁর (অনুব্রত মণ্ডল) মেয়ের প্রতি আমাদের কোনও আক্রোশ নেই। থাকা উচিতও নয়। আমরা মনে করিও না। সে ভাল থাকুক। কিন্তু, চুরির কাজে তাঁর নাম যদি বাবা ব্যবহার করে থাকেন বেআইনি কাজে, তাহলে তাঁকে সম্মুখীন হতে হবে। আমার নামে বেআইনি কিছু থাকলে, বারার করা হলেও তার দায় আমার ওপর বর্তায়।  স্বাভাবিকভাবেই যেসব তৃণমূল কংগ্রেস নেতাদের ছেলে-মেয়েরা আছেন, তাঁদের নামে কিছু থাকলে এখনই বাবার নামে করে দিন। না হল ভবিষ্যতে তাঁদেরও ঘাড় ধরে টান পড়তে পারে।”

এছাড়াও, অভিযোগ, টেট পাস করেননি অনুব্রত-কন্যা সুকন্যা, বাড়িতেই আসত রেজিস্টার। প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছেন, কোনওদিন স্কুলে যাননি। হাজিরার রেজিস্টার পাঠানো হত অনুব্রত মণ্ডলের বাড়িতে। বোলপুরের কালিকাপুরে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পেয়েছেন সুকন্যা। হাইকোর্টে অভিযোগ মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিমের। কালকের মধ্যে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকাকে রেজিস্টার নিয়ে হাজিরার নির্দেশ। তবে শুধু সুকন্যাই নয়, চাকরি পেয়েছেন অনুব্রতর আরও ৫ আত্মীয়। চাকরি পেয়েছেন অনুব্রতর ভাই, ভাইপো, আপ্ত সহায়ক ছাড়াও ২ ঘনিষ্ঠ। টেট পাস না করেই স্কুলের চাকরি পাওয়ার অভিযোগে মামলা  আগামীকাল দুপুর ৩টার মধ্যে ৬জনকে টেট সার্টিফিকেট নিয়ে হাজিরার নির্দেশ। হাজিরা না দিলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের। বীরভূমের পুলিশ সুপারকে আদালতের রায় জানানোর নির্দেশ।

(Source: abplive.com)