অনলাইনে যত লেনদেন বাড়ছে ততই বাড়ছে সাইবার প্রতারণা। টাকা প্রতারণার জন্য নিত্যনতুন পদ্ধতি অবলম্বন করছে সাইবার প্রতারকরা। বিভিন্নভাবে প্রতারণার ফাঁদ পাতছে তারা। আর এর সঙ্গে সক্রিয় হয়ে উঠছে জামতারা গ্যাং। এবার ডাক্তার বুকিং করতে গিয়ে এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল সমস্ত টাকা। সেই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, ধৃত প্রতারক জামতারা গ্যাংয়ের সদস্য। বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ জামতারা শহরে হানা দিয়ে ওই প্রতারককে গ্রেফতার করেছে। ধৃত নাম মহম্মদ ওসমান।
কীভাবে ঘটেছিল প্রতারণা?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কল্লোল সান্যাল নামে বাগুইআটির এক বাসিন্দা নিজের চাহিদা মতো একজন ডাক্তারের খোঁজ করছিলেন। তিনি গুগল থেকে এক ডাক্তারের খোঁজ পান। এরপর সেই নাম্বারে তিনি ফোন করলে তাকে জানানো হয় ডাক্তার দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হবে। তার জন্য তাকে অনলাইনে টাকা পাঠাতে হবে। এরপরেই তিনি তাদের দেওয়া নির্দিষ্ট অ্যাকাউন্টে মোবাইল থেকে টাকা পাঠাতে গিয়েই ঘটে বিপত্তি। কিছুক্ষণের মধ্যেই দেখেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সর্বস্ব টাকা খোয়া গিয়েছে।
ঘটনাটি ঘটেছিল গত ২১ জুলাই। অনলাইন প্রতারণা হয়েছে বুঝতে পেরে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে বিধাননগর সাইবার ক্রাইম থানায় যোগাযোগ করেন। সেখান থেকেই তদন্ত নেমে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ জানতে পারে এই ঘটনায় জামতারা গ্যাং জড়িত রয়েছে। এরপরে পুলিশ অভিযান চালিয়ে জামতারা শহর থেকে ওই যুবককে গ্রেফতার করে। আজ তাকে আদালতে তোলা হলে পুলিশ নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায়।