ফিফার নির্বাসন উঠল, কোহলির পাশে সৌরভ, খেলার দুনিয়ার বাছাই করা সব খবর

ফিফার নির্বাসন উঠল, কোহলির পাশে সৌরভ, খেলার দুনিয়ার বাছাই করা সব খবর

কলকাতা: ভারতের ওপর থেকে ফিফার (FIFA) নির্বাসন উঠল। বিরাট কোহলির (Virat Kohli) পাশে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এক নজরে খেলার দুনিয়ার সব খবর।

শাপমোচন

অবশেষে শাপমুক্ত হল ভারতীয় ফুটবল (Indian Football)। ভারতের ওপর থেকে নির্বাসন তুলে নিল ফিফা (FIFA)। আগামী অক্টোবর মাসে ভারতে মহিলাদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজনেও আর রইল না বাধা।

ফিফার তরফে একটি প্রেস বিবৃতিতে জানানো হয়েছে যে, তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জন্য ভারতকে নির্বাসন করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা তুলে নেওয়া হল। জানানো হয়েছে, প্রশাসকদের কমিটি বাতিল হওয়ায় এবং ভারতীয় ফুটবলের কর্তৃত্ব ফের সর্বভারতীয় ফুটবল সংস্থার হাতে আসায় নির্বাসন তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে যে, ফিফা ও এশীয় ফুটবল সংস্থা (AFC) ভারতীয় ফুটবলের ওপর নজর রাখবে। সর্বভারতীয় ফুটবল সংস্থার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতেও সবরকম সাহায্য করা হবে বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। ১১-৩০ অক্টোবর ভারতে মহিলাদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজনেও আর রইল না বাধা।

পাশে দাদা

একটা সময় তাঁদের দুজনের সম্পর্কের চিড় নিয়ে চর্চা চলত। কিন্তু বাইশ গজে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাওয়া বিরাট কোহলি (Virat Kohli) পাশে পেয়ে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট জানালেন, কীভাবে বড় রান করতে হয় জানেন কোহলি। শীঘ্রই বড় ইনিংস দেখা যাবে কোহলির ব্যাটে।

শুক্রবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সৌরভ বলেন, ‘কোহলির ব্যাটে রান না থাকলেও ও অনেক বড় ক্রিকেটার। অনেক দিন ধরে খেলছে। ওর নিজের একটা ফর্মুলা আছে রান করার। সেটা ঠিক ফিরে পাবে। আর কোনও দিন রান পাবে না, এমনটা হয় না।’

মারাদোনার জার্সি

কিংবদন্তির বিখ্যাত জার্সি ফেরালেন আর এক কিংবদন্তি!

১৯৮৬ সালের বিশ্বকাপ আর্জেন্তিনাকে কার্যত একার দক্ষতায় জিতিয়েছিলেন কিংবদন্তি দিয়েগো মারাদোনা (Diego Maradona)। ১৯৮৬-র বিশ্বকাপ ফাইনাল। পশ্চিম জার্মানিকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্তিনা (Argentina)। ম্যাচের বিরতিতে সৌহার্দের চিত্রও দেখা গিয়েছিল। মারাদোনার সঙ্গে জার্সি বদল করেছিলেন পশ্চিম জার্মানির লোথার ম্যাথাউস (Lothar Matthäus)। মেক্সিকোয় হওয়া সেই বিশ্বকাপ ফাইনালে ৩-২ গোলে জেতে আর্জেন্তিনা।

কিংবদন্তি মারাদোনা বেশ কয়েকদিন হল মারা গিয়েছেন। এবার সেই ৮৬’র বিশ্বকাপ ফাইনালে তাঁর থেকে পাওয়া জার্সি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন জার্মান অধিনায়ক লোথার ম্যাথাউস। ১৯৮৬ বিশ্বকাপ ফাইনালের বিরতিতে মারাদোনার থেকে জার্সি নিয়েছিলেন লোথার ম্যাথাউস। বৃহস্পতিবার সেই জার্সিই ফিরিয়ে দিলেন তিনি।

পাক শিবিরে ধাক্কা

এশিয়া কাপ (Asia Cup) শুরু হওয়ার আগে ফের ধাক্কা পাকিস্তান শিবিরে (Ind vs Pak)। এবার ছিটকে গেলেন আর এক পেসার। যে কারণে ভারতের বিরুদ্ধে মহারণের আগে কিছুটা হলেও চাপে থাকবে পাক শিবির।

শনিবার শুরু হচ্ছে এশিয়া কাপ। রবিবার ভারত-পাক মহারণ। সেই ম্য়াচের আগে চোটের জন্য ছিটকে গেলেন পাকিস্তানের পেসার মহম্মদ ওয়াসিম (Mohammad Wasim)। তাঁর পরিবর্তে হাসান আলিকে দলে নিয়েছে পাকিস্তান।

কাল থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ (Asia Cup 2022)। রবিবাসরীয় সন্ধ্যায় টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেই মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তার আগে পাকিস্তান শিবিরে (Pakistan Cricket Team) চিন্তার মেঘ। ইতিমধ্যেই চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন দলের তারকা ফাস্ট বোলার শাহিন আফ্রিদি। এবার ভারতের বিরুদ্ধে নামার আগেই আরেক ফাস্ট বোলারকেও হারাতে হল।

পন্থ-জাডেজার দাপট

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ভারতের এশিয়া কাপ (Asia Cup)। যে ম্য়াচের আগে ভারতীয় ব্যাটারদের প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রেখেছেন পাক কোচ সাকলিন মুস্তাক। জানিয়েছেন, শাহিন শাহ আফ্রিদি না থাকলেও পাকিস্তানের বাকি বোলাররা বিশ্বের যে কোনও ব্যাটিংয়ে ধ্বংস করে দিতে পারে।

আর সাকলিনের মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল একটি ভিডিও। যা ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে পোস্ট করা হয়েছে। সেখানে ঋষভ পন্থ ও রবীন্দ্র জাডেজাকে নেটে ব্যাট করতে দেখা যাচ্ছে। নেটে বিধ্বংসী মেজাজে বল ওড়াচ্ছেন দুই তারকা। একের পর এক বল আছড়ে পড়ছে গ্যালারিতে। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে লেখা হয়েছে, ‘হোয়্যাক, হোয়্যাক, হোয়্যাক, সৌজন্যে রবীন্দ্র জাডেজা ও ঋষভ পন্থ’। যেন প্রতিপক্ষ বোলারদের প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রাখলেন ভারতের দুই তারকা।