#মুম্বই: প্রয়াত রাজু শ্রীবাস্তব। বলিউড তথা সারা দেশের কমেডিয়ান জগত স্তব্ধ। আর হাসাবেন না রাজু। টিভির পর্দায় আর তাঁর প্রাণখোলা হাসি দেখতে পাবেন না দর্শক।
হার্ট অ্যাটাক ও ব্রেন স্ট্রোক নিয়ে মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। প্রথম দুদিন তাঁর শারীরিক অবস্থা বেশ সঙ্কটজনক ছিল। ১০ অগাস্ট জিমে শরীরচর্চার সময়ে হার্ট অ্যাটাক হয় রাজু শ্রীবাস্তবের। তার পরেই তাঁকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়।
তাঁর বন্ধুরা ক্রমাগত তাঁর ভক্তদের অভিনেতার স্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। কৌতুক অভিনেতা সুনীল পালের শেয়ার করা সর্বশেষ ভিডিও অনুসারে, ১৮ অগাস্ট বিকেল থেকেই তাঁর শরীরের অবস্থার অবণতি হয়। তিনি রাজু শ্রীবাস্তবের অবস্থা গুরুতর বলে শেয়ার করেন। তিনি দর্শককের কাছে অনুরোধ করেছেন ভগবানকে কারণ চিকিৎসকরাও এখন কিছু করতে পারছেন না। তিনি শেয়ার করেছেন যে রাজুর ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছে।
এইমস-এ ভর্তি হওয়ার পরে ৫৮ বছর বয়সি কমেডিয়ানের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। বৃহস্পতিবার রাতে জানা গিয়েছিল, রাজুর ব্রেন ড্যামেজ হয়েছিল হার্ট অ্যাটাকের সময়েই। মস্তিষ্কের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর থেকে জ্ঞান ফেরেনি তাঁর।
প্রসঙ্গত, রাজুর ভাই আশিষ শ্রীবাস্তব জানিয়েছিলেন, রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা করতে মুম্বই থেকে দিল্লি গিয়েছিলেন রাজু। বুধবার সকালে একটি জিমে গিয়েছিলেন তিনি। একই দিনে খানিক বাদে আরও একটি জিমে যান তিনি। ওখানেই অসুস্থ হয়ে পড়েন কমেডিয়ান।