ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনে গিয়ে মাঠেই হার্ট অ্যাটাক! প্রয়াত জনপ্রিয় অভিনেতা
প্রয়াত জনপ্রিয় মালায়ালি অভিনেতা-কমেডিয়ান মামুক্কোয়া (Mamukkoya)। চলতি সপ্তাহের শুরুতেই ফুটবল মাঠেই লুটিয়ে পড়েছিলেন অভিনেতা। এক ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনে প্রধান অতিথি হিসাবে হাজির ছিলেন তিনি। তবে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন। কার্ডিয়াক অ্যারেস্টের ধাক্কা সামলাতে পারলেন না, বুধবার কেরলের কোজিকোডের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হল তাঁর। বয়স হয়েছিল ৭৭ বছর। গত সোমবার (২৬শে এপ্রিল) ফুটবল মাঠ থেকে উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাখা হয়েছিল ভেন্টিলেটরে। শুরুতে চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন তিনি, তবে পড়ে যাওয়ার কারণে মাথায় রক্তক্ষরণ হয়…