দেড়দিন পার, ভেসেল দুর্ঘটনায় এখনও নিখোঁজ ৫ ও ৭ বছরের দুই বোন

দেড়দিন পার, ভেসেল দুর্ঘটনায় এখনও নিখোঁজ ৫ ও ৭ বছরের দুই বোন

হিন্দোল দে, ডায়মন্ড হারবার: দেড়দিন পার। ডায়মন্ড হারবারে (Diamond Harbour) ভেসেল দুর্ঘটনায় এখনও নিখোঁজ ৫ ও ৭ বছরের দুই বোন। আজও ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি। ড্রোন উড়িয়েও সন্ধান চলছে। রবিবার কলকাতা আনন্দপুর (Anandapur) থেকে পরিবারের সঙ্গে ডায়মন্ড হারবার যায় দুই শিশুকন্যা। ভেসেলে চড়ে পূর্ব মেদিনীপুরের (East Midnapur) কুকড়াহাটি ঘুরে ফেরার পথে, ডায়মন্ড জেটিঘাটের কাছে হুগলি নদীতে পড়ে যায় দুই বোন।

ডুবুরি নামিয়ে সন্ধান: ডায়মন্ড হারবারে ভেসেল দুর্ঘটনায় এখনও খোঁজ মেলেনি দুই শিশুকন্যার। ডুবুরি নামিয়ে সন্ধান চালানোর পাশাপাশি, ড্রোন উড়িয়েও চলেছে তল্লাশি। গতকাল কুকড়াহাটি থেকে ডায়মন্ড হারবারের ফেরিঘাটে ফেরার পথে আচমকাই নদীতে পড়ে যায় ২ শিশু।

দীর্ঘ সময় সময় পেরিয়ে গেছে। ভেসেল থেকে হুগলি নদীতে পড়ে তলিয়ে যাওয়া দুই ছোট্ট বোনের এখনও কোনও খোঁজ নেই! নামানো হয়েছে ডুবুরি।
ওড়ানো হয়েছে ড্রোন। বোট নিয়েও চলেছে তল্লাশি। তবু এখনও খোঁজ নেই দুই শিশুকন্যার।

ফেরার পথেই বিপত্তি: কলকাতার বাসিন্দা জাকির হোসেন তাঁর দুই মেয়ে ও পরিবার নিয়ে রবিবার ডায়মন্ড হারবার বেড়াতে যান। ফেরিঘাট থেকে তাঁরা ভেসেলে পৌঁছন পূর্ব মেদিনীপুরের কুকড়াহাটি।  সেখান থেকে ফেরার পথেই বিপত্তি। পরিবারের দাবি, ফেরিঘাটের কাছে এসে আচমকা ভেসেল থেকে জলে পড়ে যায় দুই বোন। তারপর থেকেই তাদের আর খোঁজ নেই।

কী বলছে প্রশাসন: ডায়মন্ড হারবারের মহকুমা শাসক অঞ্জন ঘোষের কথায়, আমরা সবরকম ভাবে চেষ্টা করছি। ডায়মন্ড হারবারের এসডিপিও মিঠুন দে-র কথায়, ডুবুরি নামানো হয়েছে। এনডিআরএফ কর্মীরা রয়েছেন। ফেরিঘাটে রক্ষী থাকলে হয়ত এমন ঘটনা ঘটত না, দাবি পরিবারের। এক আত্মীয় জানিয়েছেন, ফেরিঘাটে গার্ড ছিল না। গার্ড থাকলে এমন ঘটনা ঘটত না। জলে দুই শিশু! অথৈ জলে গোটা পরিবার।

কলকাতায় দুর্ঘটনা: চিংড়িঘাটায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মার্বেল বোঝাই ম্যাটাডোর। গুরুতর আহত ৪ জন। আহতদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মার্বেল বোঝাই পিকআপ ভ্যান।  রাস্তায় ছড়িয়ে পড়ে ভাঙা মার্বেলের টুকরো! মার্বেলের টুকরো স্তূপে চাপা পড়ে গুরুতর জখম হলেন ২ জন। মঙ্গলবার সকালে বেপরোয়া গতির জেরে এভাবেই ইএম বাইপাসে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। পুলিশ সূত্রে খবর, সকাল সাড়ে ৮টা নাগাদ ৭জনকে নিয়ে সায়েন্স সিটির দিকে যাচ্ছিল মার্বেল বোঝাই পিক আপ ভ্যান। চিংড়িঘাটায় সামনের চাকার অ্যাক্সেল ভেঙে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সেটি। মার্বেলের স্তূপে চাপা পড়ে যান ২ জন। গুরুতর আহত হন আরও ২ জন। স্থানীয়রাই তাঁদের উদ্ধার করেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাস্থলে যায় বেলেঘাটা ট্রাফিক গার্ড ও প্রগতি ময়দান থানার পুলিশ। বেপরোয়া গতিতে লাগাম টানতে কলকাতার বিভিন্ন জায়গায় নজরদারি চালাচ্ছে পুলিশ।কিন্তু, গাড়ি চালকরা সচেতন না হলে কি শুধু নজরদারিতে কাজ হবে? ফের সেই প্রশ্নই উঠছে।

 

(Feed Source: abplive.com)