অনলাইনে বিদ্যুতের বিল দিয়ে থাকেন ? তাহলে হয়ে যান সাবধান

অনলাইনে বিদ্যুতের বিল দিয়ে থাকেন ? তাহলে হয়ে যান সাবধান

#নয়াদিল্লি: অনলাইনে যাঁরা বিদ্যুতের বিল পে করে থাকেন এবার থেকে তাঁদের অনেক বেশি সতর্ক থাকতে হবে ৷ সাইবার ক্রাইম করতে থাকা ঠগরা নতুন একটি পদ্ধতি বের করেছে যা বিদ্যুতের বিলের সঙ্গে যুক্ত ৷ একাধিক বিদ্যুত প্রদানকারী সংস্থা বিল জারি হতেই গ্রাহকদের একটি এসএমএস বা হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়ে বিলের অঙ্কের টাকা ও বিল দেওয়ার লাস্ট ডেটও জানিয়ে রাখে ৷ সম্প্রতি দেখা গিয়েছে সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত ঠগরা এই ধরনের মেসেজ পাঠিয়ে মানুষকে তাদের ফাঁদে ফেলছে ৷

কী থাকে মেসেজে ?

এই মেসেজে বলা হয় যে আপনার বিদ্যুতের বিল দেওয়া হয়নি ৷ আপডেট করার জন্য শীঘ্রই দেওয়া নম্বরে কল করুন ৷ আপনি এটা না করলে আপনার কানেকশন কেটে দেওয়া হবে ৷ বিদ্যুতের কানেকশন যাতে না কাটা হয় তার জন্য কোনও একটি নম্বরে ফোন বা মেসেজ করতে বলা হয় ৷ এই নম্বরে মেসেজ বা ফোন করতেই আপনার সমস্ত ফিন্যান্সিয়াল তথ্য ওদের হাতে চলে যায় এবং মুহূর্তের মধ্যে আপনার বড় লোকসান হয়ে যেতে পারে ৷

এরকম মেসেজ এলে কী করবেন ?

আপনার কাছে এরকম কোনও মেসেজ এসে থাকলে অবশ্যই চেক করে নেবেন যে মেসেজ কোনও ভেরিফায়েড আইডি বা মোবাইল নম্বর থেকে এসেছে কিনা ৷ কোনও নম্বর থেকে মেসেজ এলে জেনে রাখবেন সেটা ফ্রড এবং কোনও ভাবেই সেটাই বিশ্বাস করবেন না ৷ এরম মেসেজে দেওয়া ফোন নম্বরে ভুল করেও যোগাযোগ করবেন না ৷ পাশাপাশি আপনার ব্যক্তিগত ব্যাঙ্কিং ডিটেল কারোর সঙ্গে কখনও শেয়ার করবেন না ৷

আরও পড়ুন: দীপাবলিতে গ্রাহকদের জন্য বড় উপহার! সস্তা হল পেট্রোল-ডিজেল

স্টেট ব্যাঙ্কের তরফেও সাবধান করা হয়েছে –

দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও সকলকে এই ধরনের মেসেজ থেকে সাবধান থাকার আবেদন জানিয়েছে ৷ ট্যুইটে বেশ কয়েকজন এই ধরনের মেসেজ আসার অভিযোগ জানিয়েছেন ৷ এরপরই ব্যাঙ্কের তরফে গ্রাহকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷ এরকম মেসেজের উত্তর বা কল ব্যাক করতে মানা করা হয়েছে ৷ এই ভুল করলে আপনার ফিন্যান্সিয়াল তথ্য চুরি হয়ে যেতে পারে ৷

কীভাবে বাঁচবেন এরকম ফ্রড থেকে ?

দরকারে আপনার বিদ্যুত প্রদানকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করে বিদ্যুতের বিল আপডেট করতে পারেন ৷ কোনও অজানা নম্বর থেকে আসা মেসেজের উপরে ভরসা করবেন না ৷ এরকম নম্বর থেকে আসা লিঙ্কেও ক্লিক করবেন না ৷ অনলাইন পেমেন্ট বা আর্থিক লেনদেন করার সময় সব সময় ক্রস চেক করে নেবেন ৷

(Feed Source: news18.com)