সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্রের ফেসবুক পেজ হ্যাক হয়ে গিয়েছে। এই খবর চাউর হতেই জোর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তিনি সিপিআইএমের পলিটব্যুরোর সদস্য। তাঁর ফেসবুক পেজ হ্যাকারদের কবলে পড়তে পারে ভাবতেই পারছেন না অনেকে। যদিও সিপিআইএম নেতারা অতটা টেকস্যাভি নন। তবে এখন ডিজিটাল মিডিয়ার জমানায় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে প্রচার থেকে বক্তব্য তুলে ধরা হয়। সেখানে সূর্যকান্ত মিশ্রের ফেসবুক পেজ হ্যাক করা হয়েছে বলে অভিযোগ। এমনকী সূর্যকান্ত মিশ্রের ফেসবুক পেজের ইউআরএল বদলে দিয়েছেন হ্যাকাররা।
বিষয়টি ঠিক কী ঘটেছে? সিপিআইএমের পক্ষ থেকে জানানো হয়েছে, সূর্যকান্ত মিশ্রের ভেরিফায়েড ফেসবুক পেজের ইউআরএল ছিল— https://www.facebook.com/surjyakmishra। এই পেজটি হ্যাক করা হয়েছে। তার পর হ্যাকাররা এই ইউআরএল বদলে দিয়েছে। তাই এই সমস্যার সমাধানে সূর্যকান্তের ফেসবুক পেজের নতুন ইউআরএল করা হয়েছে https://www.facebook.com/Surjyaoffcie। যদিও দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।
ঠিক কী পদক্ষেপ করা হয়েছে? এই বিষয়ে ইতিমধ্যেই ফেসবুক কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন সূর্যকান্ত মিশ্র। এমনকী শীঘ্রই ঘটনার প্রেক্ষিতে আইনি পদক্ষেপ করা হবে বলেও খবর মিলেছে। দলের পক্ষ থেকে অনুগামীদের উদ্দেশে বিচলিত না হয়ে ধৈর্য্য ধরার অনুরোধ করা হয়েছে। ইদানিং সিপিআইএম আন্দোলন করে একটু রাজ্য–রাজনীতিতে প্রাসঙ্গিক হয়েছে। সেখানে বিজেপিকে ব্যাকফুটে ঠেলে দেওয়া হয়েছে। যদিও এখন বিজেপি প্রধান বিরোধী দল এই রাজ্যে। তাই এই ঘটনার পিছনে গেরুয়া শিবিরের হাত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
আর কী জানা যাচ্ছে? করোনাভাইরাসের জেরে লকডাউনের সময় থেকে সূর্যকান্ত মিশ্র ফেসবুকে বেশ সক্রিয় হয়ে ওঠেন। এমনকী দলের অবস্থান, মতাদর্শ, নীতি থেকে শুরু করে নিজের বক্তব্য সেখানে তুলে ধরেন এই পলিটব্যুরো সদস্য। রাজনৈতিক বিষয়ে নিজের এবং দলের অবস্থান জানিয়ে ফেসবুকে পোস্ট করে থাকেন তিনি। তাঁর এই ফেসবুক পেজটি এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই নতুন করে আর একটি ফেসবুক পেজ বানানো হয়েছে। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।