গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ২৮ বছর বয়সী মার্কিন র‍্যাপার টেকঅফের

গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ২৮ বছর বয়সী মার্কিন র‍্যাপার টেকঅফের

নয়াদিল্লি: গুলিবিদ্ধ হয়ে মৃত্যু (shot dead) হল র‍্যাপার টেকঅফ (Rapper Takeoff)। ‘মিগোস’ হিপহপ গ্রুপের (hip-hop group Migos) তৃতীয় সদস্য ছিলেন ২৮ বছর বয়সী এই মার্কিন র‍্যাপার। মঙ্গলবারের টেক্সাসের হিউস্টনের এক বোলিং অ্যালেতে এই ঘটনা ঘটে। মৃত র‍্যাপারের আসল নাম কার্ষ্ণিক খারি বল। সূত্রের খবর, স্থানীয় সময় রাত আড়াইটে নাগাদ এই অঘটন হয়।

গুলিবিদ্ধ হয়ে খুন হলেন র‍্যাপার টেকঅফ

এক সংবাদ সংস্থা সূত্রে খবর, র‍্যাপার টেকঅফ এদিন ডাইস গেম খেলছিলেন যখন হঠাৎই বচসা শুরু হয় এবং জনৈক ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি করেন। সূত্রের খবর অনুযায়ী, তাঁকে হয় মাথায় বা মাথার কাছে গুলি করা হয়েছে।

ঘটনাস্থলেই ‘টেকঅফ’কে মৃত বলে ঘোষণা করা হয়। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও দুই জন। তাঁদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অপর এক সংবাদ সংস্থা সূত্রে খবর, যে সময় এই ঘটনা ঘটে ওই গলিতে প্রায় ৫০ জন মতো উপস্থিত ছিলেন।

র‍্যাপারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন তারকা ও অনুরাগীরা ট্যুইটারে শোকবার্তা প্রকাশ করতে শুরু করেন। আমেরিকান ট্যুইচ স্ট্রিমার অ্যাডিন রস লেখেন, ‘রেস্ট ইন পিস টেকঅফ, আমি এই মাত্র কথাও বললাম ওর সঙ্গে… আমি এখনও বিশ্বাসই করতে পারছি না। ভগবানের কাছে প্রার্থনা করছি যেন এই খবরটা ভুয়ো হয়। একদম ঠিক হল না।’ শোকপ্রকাশ করেছেন বক্সার ক্রিস ইউবাঙ্ক জুনিয়র। শোকজ্ঞাপন করেছেন জ্যুস ওয়াইনও, সেই সঙ্গে মৃত র‍্যাপারের পরিবারের লোকজনের ভিডিও শ্যুট করার জন্য ক্ষোভপ্রকাশও করেছেন।

‘মিগোস’-এর সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন র‍্যাপার টেকঅফ। ২০০৮ সালে র‍্যাপার টেকঅফ, অফসেট ও ক্যুয়াভো একসঙ্গে র‍্যাপ শুরু করেন, তখন তাঁদের নাম ছিল ‘পোলো ক্লাব’। ২০১১ সালে তাঁরা নাম পরিবর্তন করে রাখেন ‘মিগোস’।

(Feed Source: abplive.com)