শাহরুখের মুকুটে জুটল নতুন খেতাব, শারজাহে কোন পুরস্কারে সম্মানিত হলেন কিং খান

শাহরুখের মুকুটে জুটল নতুন খেতাব, শারজাহে কোন পুরস্কারে সম্মানিত হলেন কিং খান

শাহরুখ খানের মুকুটে আরও একটি পালক যোগ হল। শুক্রবার, ১১ নভেম্বর তাঁকে গ্লোবাল আইকন অব সিনেমা অ্যান্ড কালচারাল ন্যারেটিভ পুরস্কারে সম্মানিত করা হয় শারজাহে। তিনি ৪১ তম শারজাহ আন্তর্জাতিক বইমেলা ২০২২-এ উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে কিং খানের বহু ভক্ত উপস্থিত ছিলেন। তাঁরা একাধিক ছবি, ভিডিও তোলেন তাঁর এবং সেগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

শাহরুখ খানের একটি ফ্যান ক্লাব যে ছবি পোস্ট করেছে কিং খানের সেখানে তাঁকে কালো রঙের পোশাক দেখা গিয়েছে। ব্যাক কম্ব করা ছিল তাঁর চুলে। সাংস্কৃতিক এবং লেখা ও ক্রিয়েটিভিটির জগতে নিজের সুস্পষ্ট অবদান রাখার জন্য কিং খানকে পুরস্কার দেওয়া হয়। এমনটাই তাঁর কথা থেকে জানা যায়।

শাহরুখ তাঁর কথায় জানান, ‘আমরা যেখানেই থাকি না কেন, আমাদের গায়ের রঙ যাই হোক না কেন, আমরা যে ধর্ম মানি বা যে গানেই নাচি না কেন আমরা সবাই একটি সাংস্কৃতিক পরিবেশে বাঁচি যা ভালোবাসা, শান্তি দিয়ে তৈরি।’ স্টেজে থাকাকালীন কিং খান তাঁর সিগনেচার পোজ করেন। অর্থাৎ দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবির সেই বিখ্যাত দু হাত ছড়ানো পোজ তাঁকে করতে দেখা যায়। এছাড়া তিনি ওম শান্তি ওম ছবির সেই বিখ্যাত ডায়লগটিও বলেন, ‘ ইতনি শিদ্দত সে মেয়নে তুমহে পানে কী কোশিশ কী হ্যায়, কে হার জারে নে মুঝে তুমসে মিলানে কী সাজিশ কী হ্যায়। কেহতে হ্যায় কী… আগার কিসি চিজ কো দিল সে চাহো তো পুরি কায়ানাত উসে তুমসে মিলানে কী কোশিশ মেঁ লগ জাতি হ্যায়। এই ছবিটি কিছুদিন আগেই ১৫ বছর পূরণ করল। এছাড়া বাদশাহকে তাঁর বাজিগর ছবি থেকেও বেশ কয়েকটি লাইন বলেন।

এই অনুষ্ঠানের সমস্ত, ভিডিও, ছবি দেখে কিং খানের এক ভক্ত টুইটারে লেখেন, ‘উনি এই সমস্ত পুরস্কারের যোগ্য।’ আরেকজন লেখেন, ‘রাজা তো রাজাই হয়!’

শুক্রবার শাহরুখ খানকে মুম্বাই বিমানবন্দরে দেখা যায়। তাঁকে বড়পর্দায় আবার খুব শীঘ্রই দেখা যেতে চলেছে। শাহরুখের পরবর্তী ছবি পাঠান আগামী বছরের ২৩ তারিখ মুক্তি পেতে চলেছে।