বিজেপির নজরে তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্ক! পঞ্চায়েত ভোটে কি নন্দকুমার মডেল?

বিজেপির নজরে তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্ক! পঞ্চায়েত ভোটে কি নন্দকুমার মডেল?

#কলকাতা: তেইশে পঞ্চায়েত ভোট। বিজেপি চাইছে, তৃণমূলের সংখ্যালঘু ভোটে ফাটল ধরাতে। লাল গেরুয়া শিবিরের নিচুতলার কেউ কেউ সামনে রাখছে নন্দকুমার-মহিষাদল মডেল। এর জন্য নিচুতলায় তারা বামেদের হাত ধরতে পর্যন্ত রাজি? জোর জল্পনা শুরু রাজ্য রাজনীতিতে।

বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। গ্রাম দখলের লড়াই। চব্বিশে লোকসভা ভোটের আগে বিজেপির পাখির চোখ পঞ্চায়েত। তাদের নজর এবার সংখ্যালঘু ভোটে। এ রাজ্যে সংখ্যালঘু জনসংখ্যা প্রায় তিরিশ শতাংশ। বঙ্গ বিজেপির একটি মহল  মনে করে, পঞ্চায়েত ভোটে ভাল ফল করতে হলে এই সংখ্যালঘু ভোটব্যাঙ্কের দিকে নজর দিতে হবে। এই সংখ্যালঘু ভোটব্যাঙ্কে ভাগ বসাতে না পারলে তৃণমূলকে টেক্কা দেওয়া যাবে না। তাই, তৃণমূলের এই ভোটব্যাঙ্কে ফাটল ধরাতে মরিয়া বঙ্গ বিজেপি। এর জন্য তারা চাইছে নিচু স্তরে বামেদের হাত ধরতে।

যদিও বঙ্গ বিজেপির পক্ষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিম্বা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদাররা বিরোধীদের সঙ্গে জোটের প্রসঙ্গ উড়িয়ে দিচ্ছেন। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, নিচু স্তরে রাম-বাম জোট করে তৃণমূলের সংখ্যালঘু ভোটে ভাগ বসাতে চাইছে গেরুয়া শিবির।

পূর্ব মেদিনীপুরের রামনগরে অখিল গিরি ইস্যুতে শনিবার মিছিলে হাঁটতে হাঁটতে নিউজ ১৮ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে শুভেন্দু অধিকারীর একটি  মন্তব্যে জল্পনা বেড়েছে। এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘সংখ্যালঘু ভোটে তৃণমূল হারবে। পরিস্থিতি বদলাচ্ছে। তারা এখনই বিজেপিকে জেতাবে কিনা জানি না। তবে সংখ্যালঘুদের বুথে তৃণমূল হারবে। কে জিতবে আমি বলতে পারব না’। সংখ্যালঘু ভোটে ভাগ বসাতে বঙ্গ বিজেপির বড় ভরসা রাম-বাম জোটের মডেল।

বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা প্রকাশ্যে এর বিরোধিতা করলেও, পদ্ম শিবিরের একাংশ এই জোটের পক্ষে সওয়াল করছেন। সম্প্রতি এই রাম-বাম জোট ভোটে সাফল্যও পেয়েছে। নন্দকুমার সমবায় সমিতির ভোটে তৃণমূলকে হারিয়েছে। শুধু হারানোই নয়, সমবায় ভোটে খাতাও খুলতে পারেনি তৃণমূল। মহিষাদলেও রাম-বাম জোট হয়েছে।

কয়েকদিন আগেই বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেছিলেন,’ ‘তৃণমূল ভার্সেস আমরা সবাই। আমাদের সঙ্গে যাঁরাই আসবেন, সঙ্গে নিয়ে তৃণমূলকে হারাতে চাই’।  তাহলে কি এবার পঞ্চায়েত ভোটে নিচুতলায় রাম-বাম জোটের মডেলই দেখা যাবে?  তৃণমূলের থেকে সংখ্যালঘু ভোট কাড়তে, তৃণমূল স্তরে এবার কি বামেদের হাত ধরবে বিজেপি? উত্তর দেবে সময়। তবে  লোকসভা এবং বিধানসভা নির্বাচনের আগে, পঞ্চায়েত নির্বাচন থেকেই এ ব্যাপারে সলতে পাকানো শুরু করতে চাইছে পদ্ম ব্রিগেড। বিজেপি মনে করছে, ‘সংখ্যালঘুদের ভোট ব্যাঙ্কে  ফাটল ধরাতে না পারলে বাংলায় ক্ষমতার স্বাদ পাওয়া অসম্ভব’।

(Feed Source: news18.com)