বিজেপির নজরে তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্ক! পঞ্চায়েত ভোটে কি নন্দকুমার মডেল?
#কলকাতা: তেইশে পঞ্চায়েত ভোট। বিজেপি চাইছে, তৃণমূলের সংখ্যালঘু ভোটে ফাটল ধরাতে। লাল গেরুয়া শিবিরের নিচুতলার কেউ কেউ সামনে রাখছে নন্দকুমার-মহিষাদল মডেল। এর জন্য নিচুতলায় তারা বামেদের হাত ধরতে পর্যন্ত রাজি? জোর জল্পনা শুরু রাজ্য রাজনীতিতে। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। গ্রাম দখলের লড়াই। চব্বিশে লোকসভা ভোটের আগে বিজেপির পাখির চোখ পঞ্চায়েত। তাদের নজর এবার সংখ্যালঘু ভোটে। এ রাজ্যে সংখ্যালঘু জনসংখ্যা প্রায় তিরিশ শতাংশ। বঙ্গ বিজেপির একটি মহল মনে করে, পঞ্চায়েত ভোটে ভাল ফল করতে হলে এই সংখ্যালঘু ভোটব্যাঙ্কের দিকে নজর…