পাক্কা ৮ ঘণ্টায় কলকাতা – শিলিগুড়ি, দেখে নিন বন্দে ভারতের সম্ভাব্য সময় সূচি

পাক্কা ৮ ঘণ্টায় কলকাতা – শিলিগুড়ি, দেখে নিন বন্দে ভারতের সম্ভাব্য সময় সূচি

আগামী ৩০ ডিসেম্বর হাওড়া থেকে যাত্রা শুরু করতে পারে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে ছুটবে এই ট্রেন। সেদিন ট্রেনটির উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই মধ্যে রেল বোর্ড থেকে এল বন্দে ভারত এক্সপ্রেসের সম্ভাব্য সময়সারণি।

রেল বোর্ডের তরফে রেলের আধিকারিকদের পাঠানো এক ইমেলে জানানো হয়েছে, সপ্তাহে ৬ দিন ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে দাঁড়াবে শুধুমাত্র বোলপুর ও মালদা টাউনে।

সূচি অনুসারে হাওড়া থেকে সকাল ৫টা ৫০ মিনিটে ছেড়ে সকাল ১০টা ৪৫ মিনিটে মালদা টাউন পৌঁছবে ট্রেনটি। সেখান থেকে ট্রেনটি ছাড়বে সকাল ১০টা ৫০ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছবে দুপুর ১টা ৫০ মিনিটে। ফিরতি ট্রেন দুপুর ২টো ৫০ মিনিটে ছাড়বে নিউ জলপাইগুড়ি থেকে। মালদা টাউন পৌঁছবে বিকেল ৫টা ৫৫ মিনিটে। হাওড়া পৌঁছবে রাত ১০টা ৫০ মিনিটে। অর্থাৎ কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছতে এখন সময় লাগবে পাক্কা ৮ ঘণ্টা। যা এখন লাগে প্রায় ১২ ঘণ্টা। তবে বোলপুরের সূচি এখনো জানানো হয়নি।

চিঠিতে জানানো হয়েছে, ইতিমধ্যে পূর্ব রেলের তরফে এই সূচিতে সম্মতি জানানো হয়েছে। তবে উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে এখনো সম্মতি জানানো বাকি। তারা সম্মতি জানালে এই সূচি চূড়ান্ত হবে।

(Feed Source: hindustantimes.com)