সলমনের ভক্তদের উপর লাঠিচার্জ, ‘প্রজাপতি’-বিতর্কে প্রতিক্রিয়া দিলীপের, বিনোদনের সারাদিন

সলমনের ভক্তদের উপর লাঠিচার্জ, ‘প্রজাপতি’-বিতর্কে প্রতিক্রিয়া দিলীপের,  বিনোদনের সারাদিন

কলকাতা:‘প্রজাপতি’ ছবিটি নিয়ে বিতর্ক (Controversy) থামার নেই। নন্দনে (Nandan) ছবিটি কেন দেখানো গেল না, তা নিয়ে প্রশ্ন রয়েইছে। সিনেমা শিল্পকে নিয়ে রাজনীতি বন্ধ করার দাবি তুলছেন অনেকে। কিন্তু যত দিন যাচ্ছে ‘প্রজাপতি’ ছবিটি (Projapoti Controversy) নিয়ে বিতর্ক বাড়ছেই।  অন্তিম যাত্রায় অভিনেত্রী তুনিশা শর্মার মৃতদেহ। আজ সলমন খানের জন্মদিনের দিনেই ভিড় নিয়ন্ত্রণ করতে ভক্তদের উপর  লাঠিচার্জ। বিনোদন দুনিয়ার আজকের সেরা খবরগুলি।

‘প্রজাপতি’ বিতর্কে প্রতিক্রিয়া দিলীপের 

বিজেপি-র (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) মারাত্মক অভিযোগ তুললেন। তাঁর দাবি, একদা তৃণমূল (TMC) মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) বিজেপি-তে চলে আসায়, তাঁকে বয়কটের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তিনি। ‘প্রজাপতি’-বিতর্কে এর আগেও মুখ খুলেছিলেন দিলীপ। দেবকে রাজনীতিতে থাকতে বাধ্য করে দেওয়া হয়েছে বলে দাবি করেছিলেন। সোমবার শাসকদলের বিরুদ্ধে আরও মারাত্মক অভিযোগ করেছেন তিনি। দিলীপের বক্তব্য, “যেহেতু মিঠুন চক্রবর্তী বিজেপি-তে আছেন, তাই তাঁকে বয়কটের চেষ্টা হচ্ছে।”

‘প্রজাপতি’ বিতর্কে তৃণমূলের অন্দরেই সংঘাত

নন্দনে ‘ব্রাত্য’ মিঠুন-দেবের ‘প্রজাপতি’, তৃণমূলের অন্দরেই সংঘাত। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদককে জবাব দলেরই সাংসদের। সিনেমাটা আমার-মিঠুনদার উপরেই ছেড়ে দিন, কুণালের (Kunal Ghosh) মন্তব্যের পাল্টা জবাব দেবের (Dev)। গত ২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছে দেব-মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি প্রজাপতি। কিন্তু মুক্তির পরে নন্দনে শো পেল না মিঠুন-দেব অভিনীত ‘প্রজাপতি’। আক্ষেপের সুরে ট্য়ুইট করে, দেব বলেন, নন্দন, এবার তোমাকে মিস করব। আর এরপরই প্রজাপতির ডানায় লাগে রাজনীতির রং। ‘মিঠুনের জন্যেই সিনেমা ফ্লপ, তাই প্রচারে আসার চেষ্টা,’ কটাক্ষ কুণালের।

সলমনের ভক্তদের উপর লাঠিচার্জ

আজ সলমন খানের (Salman Khan’s Birth Day) জন্মদিনের দিনেই ভিড় নিয়ন্ত্রণ করতে ভক্তদের উপর  লাঠিচার্জ (Lathicharge)। মূলত সোমবার মধ্যরাত থেকেই সলমনের জন্মদিন উদযাপন শুরু হয়েছে। এদিন সোশ্যালে শুভেচ্ছার বন্যার পাশাপাশি এবার ভাইজানের ছবি এঁকে  রাস্তায় নামলেন ভক্তরা। ব্যানার হাতেও অনেককে দেখা গেল প্রিয় ভাইজানকে শুভেচ্ছা জানানোর জন্য। তবে ভিড় বাড়তেই তাল কাটল ! ভিড় নিয়ন্ত্রণ করতে ভক্তদের উপর  লাঠিচার্জ করল পুলিশ।

অন্তিম যাত্রায় অভিনেত্রী তুনিশা শর্মা

অন্তিম যাত্রায় অভিনেত্রী তুনিশা শর্মার মৃতদেহ (Tunisha’s Deadbody)। জানা গিয়েছে, অন্তিম যাত্রায় ছিলেন তাঁর কাকা। তিনিই আগুন ছোঁয়াবেন বলে জানা গিয়েছে।  এদিকে আচমকা মেয়ের আত্মহত্যার ঘটনায় ইতিমধ্যেই শোকস্তব্ধ অভিনেত্রীর মা। ইতিমধ্যেই গডডেভ মহাশ্মশানে (Goddev Crematorium) অভিনেত্রীর শেষকৃত্য প্রক্রিয়া শুরু হয়। মুম্বইয়ে সিরিয়ালের সেটে আত্মঘাতী হন জনপ্রিয় বলি অভিনেত্রী তুনিশা শর্মা ! মেকআপ রুম থেকে তুনিষা শর্মার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।  উৎসবের মরসুমে বড়দিনের ঠিক আগে আত্মঘাতী (Suicide Case) টিভি সিরিয়াল আলিবাবা দস্তান ই কাবুল এবং ফিতুর ছবির অভিনেত্রী তুনিশা শর্মা (Actress Tunisha Sharma)। জানা গিয়েছে, শ্যুটিং সেটে চা-বিরতির সময় টয়লেটে যান। এদিকে দীর্ঘ সময় না বেরনোর পর সন্দেহ হতেই দরজা ভাঙা হয়। জানা গিয়েছে, তুনিশা গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন। হাসপাতালে নিয়ে গেলে অভিনেত্রীকে মৃত বলে ঘোষণা চিকিৎসকদের।

(Feed Source: abplive.com)