কপিল দেবের রাজ্যের এ কে ফর্টি সেভেনে ঝাঁঝরা বাংলার স্বপ্ন, ধোনির পরামর্শের অপেক্ষায়
সন্দীপ সরকার, কল্যাণী: সতীর্থরা তাঁকে ডাকেন এ কে ফর্টি সেভেন বলে। তাঁর নামের আদ্যাক্ষর আর জার্সি নম্বরের সঙ্গে মিলিয়ে। অংশুল কম্বোজ (Anshul Kamboj)। এ কে। জার্সি নম্বর ৪৭। ডানহাতি মিডিয়াম পেসার কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে বাংলা শিবিরে (Ranji Trophy) থরহরিকম্প ধরালেন। প্রথম ইনিংসে বাংলার অধিনায়ক অনুষ্টুপ মজুমদারের স্টাম্প উড়িয়ে দিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে আরও বিধ্বংসী মেজাজে। ৩৫ রানে নিলেন ৪ উইকেট। সব মিলিয়ে ম্যাচে ৫ উইকেট। বাংলাকে ২৮৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল হরিয়ানা।…