নয়া রূপে ফের হাজির করোনা, এই মুহূর্তে দাপট ব্রিটেনে, দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ
নয়াদিল্লি: দীর্ঘমেয়াদি সময়ে করোনায় ভুগেছেন যাঁরা, তাঁদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ রয়েইছে। তার মধ্যেই ফের চোখ রাঙাচ্ছে নোভেল করোনাভাইরাস, এবার অন্য রূপে (New COVID Variant)। দ্রুত সংক্রমণ বৃদ্ধিকারী ওমিক্রন থেকেই করোনাভাইরাসের নয়া রূপ EG.5.1-এর আগমন ঘটেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এই মুহূর্তে ব্রিটেনে দাপট দেখাচ্ছে করোনার এই নয়া রূপ। (COVID Variant EG.5.1) করোনাভাইরাসের নয়া রূপ EG.5.1-এর নাম সংক্ষেপে এরিস (Eris) রাখা হয়েছে। জুলাই মাসে প্রথম ব্রিটেনে ধরা পড়ে সেটি। তার পর থেকে যত সময় গিয়েছে, এর প্রভাবে সংক্রমণ বেড়েছে উত্তরোত্তর। ব্রিটেনের…