Deepika Padukone-Ranveer Singh: সত্যিই বিচ্ছেদের পথে দীপিকা-রণবীর? জানিয়ে দিলেন অভিনেতা…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেশ অনেকদিন ধরেই সরগরম বলিউড(Bollywood)। শোনা যাচ্ছিল যে একে অপরের থেকে দূরত্ব বজায় রেখেই চলছেন বিটাউনের অন্যতম সেরা কাপল দীপবীর অর্থাৎ দীপিকা পাড়ুকোন(Deepika Padukone) ও রণবীর সিং (Ranveer Singh)। তাঁদের একসঙ্গে দেখতে পছ্ন্দ করে দর্শক, তা পর্দায় হোক বা পর্দার বাইরে। তবে রণবীরের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি বা উইশ পোস্ট না করাতেই ঐ জল্পনায় পড়ে শিলমোহর। এবার এই জল্পনার অবসান ঘটালেন রণবীর সিং। ৬ জুলাই ছিল রণবীরের জন্মদিন। সেই দিন সোশ্যাল মিডিয়া ভরে…