নতুন বছরে সমর্থকদের জয় উপহার সাহাল-লিস্টনদের! হায়দরাবাদকে ৩-০ গোলে হারাল বাগান
গত বছর যেখানে শেষ করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট দল, নতুন বছরে সেখান থেকেই শুরু করল সবুজ মেরুন শিবির। মোহনবাগান দল নতুন বছরের প্রথম ম্যাচে হারিয়ে দিল হায়দারাবাদ এফসিকে। পরিস্কার ৩-০ গোলে জিতল মোহনবাগান নিজেদের হোম ম্যাচে। সামনে রয়েছে বড় ম্যাচ, সেই ম্যাচ হবে কিনা ঠিক না থাকলেও, মোহনবাগান কিন্তু বড় ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়িয়েই রাখল। ম্যাচে দর্শকদের জন্য টিকিট বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। প্রথম নতুন বছরে সমর্থকদের এবার উপহার দেওয়ার পালা ছিল ফুটবলারদের। হতাশ করলেন না…