২১৪ পণবন্দি নিকেশ, দাবি বালুচিস্তানের ট্রেন ছিনতাইকারীদের, দুষল পাকিস্তানের ‘একগুঁয়েমি’কেই
নয়াদিল্লি: যাত্রীসমেত আস্ত ট্রেন হাইজ্যাকের নজির ছিল না এযাবৎ। তাই বালুচিস্তানে ট্রেন ছিনতাইয়ের ঘটনায় স্তম্ভিত গোটা বিশ্ব। আর সেই আবহেই নিহত পণবন্দিদের সংখ্যা নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে। Baloch Liberation Army-র (BLA) দাবি, তারা পণবন্দি ২১৪ জনকে হত্যা করেছে। অভিযান শেষ হয়েছে বলে যে দাবি করেছিল পাকিস্তানি সেনা, সেই দাবিও খারিজ করে দিয়েছে বালোচ লিবারেশন আর্মি। (Balochistan Train Hijack) জেলবন্দি সহযোদ্ধাদের মুক্তির দাবিতে বালুচিস্তানে আস্ত ট্রেন ছিনতাই করেছিল BLA. পাকিস্তান সরকারকে তারা ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল। বলা হয়েছিল, পণবন্দিদের…

