প্যারিস ডায়মন্ড লিগ জিতে নিজের ভুল স্বীকার নীরজের! মানলেন আরও দক্ষতা বাড়াতে হবে
বহুদিন পর প্যারিসে গিয়ে ডায়মন্ড লিগ জিতেছেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। ভারতের এই থ্রোয়ার গতবছর প্যারিসে গিয়ে অলিম্পিক্সে রৌপ্য পদক পেয়েছিলেন। তবে অনেকদিন যাবত তাঁর আর ডায়মন্ড লিগ জেতা হয়নি। অবশেষে সেই কাজটা তিনি সেড়ে ফেলেছেন জার্মানির জুলিয়ান ওয়েবারকে পিছনে ফেলে। যদিও এই প্রতিযোগিতাতেও ৯০ মিটার মার্ক পেরতে পারেননি হরিয়ানার ছেলে। কদিন আগেই ডোহায় ডায়মন্ড লিগে তিনি ৯০ মিটার মার্ক পেরিয়ে গেছিলেন। নতুন কোচের থেকে টেকনিকের কিছু উন্নতির পর আসতে আসতে নীরজ চেনা ছন্দে ফিরছিলেন, তেমনই ফের একবার…



