ডুরান্ড কাপ: কলকাতায় ১৩২তম ডুরান্ড কাপের বর্ণাঢ্য উদ্বোধন, মোহনবাগান ও বাংলাদেশ সেনাবাহিনীকে ৫-০ গোলে হারিয়েছে
ডুরান্ড কাপ: মমতা ব্যানার্জি – ছবি: আমার উজালা ডুরান্ড কাপ এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট এবং বিশ্বের তৃতীয় প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট। 132আজ কলকাতায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সংস্করণ শুরু হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জমকালো উদযাপনের মধ্যে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ফুটবলে লাথি মেরে এর উদ্বোধন করেন। উদ্বোধনী ম্যাচে মোহনবাগান বাংলাদেশ সেনাবাহিনীকে ৫-০ গোলে হারিয়েছে। 27 বছরের পর বছর ডুরান্ড কাপে খেলছে বিদেশি দলগুলো। মোহন বাগান ,মোহনবাগান সুপার জায়ান্ট, গত মৌসুমে ইন্ডিয়ান সুপার লিগ জিতেছিলেন। উল্লেখ্য, এবার খেলা হবে পশ্চিমবঙ্গের…