ডার্বির আগে ২-০ গোলে পঞ্জাবকে হারাল মোহনবাগান, ইস্টবেঙ্গলকে প্রচ্ছন্ন হুঙ্কার

ডার্বির আগে ২-০ গোলে পঞ্জাবকে হারাল মোহনবাগান, ইস্টবেঙ্গলকে প্রচ্ছন্ন হুঙ্কার

কলকাতা: মরশুমের প্রথম ডার্বি ১২ অগাস্ট। ডুরান্ড কাপে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বি ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল এফসি। তবে ডার্বির আগে স্বস্তিতে সবুজ-মেরুণ ব্রিগেড। ডুরান্ডের প্রথম ম্যাচে বাংলাদেশ আর্মির ফুটবল দলকে ৫-০ গোলে চূর্ণ করেছিল মোহনবাগান। সোমবার দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখল বাগান। ২-০ গোলে হারাল রাউন্ডগ্লাস পঞ্জাব এফসিকে। এদিন মোহবাগানের হয়ে গোল করেন হুগো বুমোস ও অপর গোলটি আত্মঘাতি। ফলে ডার্বির আগে মোহনবাগান যেখানে ২-এ ২ জয়, সেখানে ইস্টবেঙ্গলের এক ম্যাচে ১ পয়েন্ট। ফুটবল বিশেষজ্ঞদের মতে পরপর ২ ম্যাচ জয়ের ফলে ডার্বিতে লাল-হলুদে থেকে এগিয়ে থেকেই শুরু করবে মোহনবাগান সুপার জায়ান্ট।

কিশোর ভারতী স্টেডিয়ামে ম্যাচ জিতলে পরের রাউন্ডের দিকে এক পা যে এগিয়ে থাকবে তা জানত জুয়ান ফেরান্দোর দল। ম্যাচের শুরুতে দুই দলই বল ধরে খেলার চেষ্টা করেন। মাঝমাঠের দখল নেওয়ার জন্য মরিয়া হয়ে বাগান। কিছু সময় খেলা গড়াতেই ম্যাচের রাশ ধীরে ধীরে নিজেদের হাতে নিতে শুরু করে মোহনবাঘান। খুব একটা আহামরি ফুটবল না খেলেলও পঞ্জাবকে চাপে রাখার কাজটা করে যাচ্ছিল লিস্টন, হুগো, মনবীররা। ২৩ মিনিটে আসে কাঙ্খিত গোল। তবে আত্মঘাতি।

(Feed Source: news18.com)