সারেনি আঙুলের চোট, গোটা আইপিএল থেকেই ছিটকে গেলেন সিএসকে তারকা
চেন্নাই: আইপিএলে (IPL 2024) তাঁর অংশগ্রহণ করা নিয়ে বরাবরই সংশয় ছিল। শেষমেশ গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন ডেভন কনওয়ে (Devon Conway)। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) তরফে কনওয়ের ছিটকে যাওয়ার খবর জানানো হয়। তাঁর বদলি হিসাবে রিচার্ড গ্লিসনের (Richard Gleenson) নামও একইসঙ্গে ঘোষণা করে দিল সিএসকে। বুড়ো আঙুলে চোট ছিল কনওয়ের। সেই চোটের জেরে তাঁকে অস্ত্রোপ্রচারও করাতে হয়েছে। তিনি যে আইপিএলের প্রথমার্ধে খেলতে পারবেন না, তা আগেভাগেই নিশ্চিত ছিল। সংশয় ছিল দ্বিতীয়ার্ধে খেলা নিয়েও। এবার আশঙ্কাই সত্যি হল।…