তাজমহল দেখা সুখের স্মৃতি হল শুধু GRP-র কারণে, বাংলাদেশের পর্যটক দম্পতি অল্পের জন্য বাঁচলেন বিশাল ক্ষতি থেকে!
Agra Latest News: স্বামী মহম্মদ নূর মহসিন বাংলাদেশ সরকারের অধীনে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেন। অন্য দিকে, স্ত্রী সুরাইয়া ইয়াসমিন বাংলাদেশ সরকারের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পদে কাজ করছেন। বাংলাদেশের পর্যটক দম্পতি অল্পের জন্য বাঁচলেন বিশাল ক্ষতি থেকে Reporter: Kamir Kureshi আগ্রা: তাজমহলকে যদি সঠিক অর্থে ব্যাখ্যা করতেই হয়, তবে অস্বীকার করা চলে না যে এই সৌধ একই সঙ্গে দায়িত্ববোধ, ভালবাসা এবং প্রতিশ্রুতিবদ্ধতার প্রতীক। এই তিন গুণে সমণ্বিত হয়েই কিন্তু দিন-রাত এক করে নিজেদের কর্তব্য পালন করে যান গভর্নমেন্ট…