রাজভবনে ফিরেই সিদ্ধান্ত, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল
কলকাতা: গোড়ার দিকে দহরম মহরম চোখে পড়লেও, রাজভবন এবং রাজ্য সরকারের মধ্যে দূরত্ব লক্ষ্য করা যাচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক কার্যকলাপের উপর নজরদারি থেকে সাপ্তাহিক কাজের রিপোর্ট, ইদানীং কালে বেশ সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Ananda Bose)। সেই আবহেই এ বার নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে (Netaji Subhas Open University) অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করলেন তিনি (VC Appointment)। বুধবারই বিশ্ববিদ্যালয় পরিদর্শনে যান রাজ্যপাল বুধবার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি পরিদর্শনে গিয়ে নেতাদের সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন…