যুদ্ধ অবশ্যম্ভাবী, আগামী ৫-১০ বছরের মধ্যেই! ইলন মাস্কের ভবিষ্যদ্বাণী ঘিরে শোরগোলরে শোরগোল
নয়াদিল্লি: ধন-সম্পদে তাঁর ধারেকাছে নেই কেউ। ব্যবসা-বাণিজ্য়ের পাশাপাশি, মহাকাশ অভিযানেও হাতযশ হয়েছে বেশ। ধনকুবের ইলন মাস্ক এবার বড় ভবিষ্যদ্বাণীও করে দিলেন। তাঁর দাবি, আগামী পাঁচ থেকে ১০ বছরের মধ্যে বড় যুদ্ধ বাঁধবে পৃথিবীতে। নির্দিষ্ট করে নাম না নিলেও, তাঁর ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা শুরু হয়েছে। (Elon Musk) রাশিয়া বনাম ইউক্রেন, ইজরায়েল বনাম হামাস-সহ গত কয়েক বছরে একের পর এক রক্তক্ষয়ী যুদ্ধ, সংঘাত দেখেছে গোটা বিশ্ব। তাবড় শক্তিধর দেশগুলির মধ্যে সংঘাত বেড়েই চলেছে লাগাতার। সেই আবহেই বড় বিপর্যয়ের ইঙ্গিত দিলেন মাস্ক?…



