‘যদি ভারতে থাকতে পারতাম…’ মোদীর আমন্ত্রণে ডিনারের পর মুগ্ধ ভান্স-পুত্র
মঙ্গলবারই জয়পুরের একটি সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন জেডি ভান্স। এবার কথায় কথায় তাঁর ছেলের বলা কথাও সর্বসমক্ষে বললেন জেডি ভান্স। সোমবার রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়িতে সপরিবার নিমন্ত্রণ ছিল তাঁর। স্ত্রী উষা ভান্স ও তিন সন্তানকে নিয়ে জেডি পৌঁছে গিয়েছিলেন ৭ লোককল্যাণ মার্গে। সেখানেই প্রধানমন্ত্রীর অসামান্য আতিথেয়তার অভিজ্ঞতা হয় তাঁদের। আতিথেয়তায় আপ্লুত হয়ে জে ডি ভান্সের বড় ছেলে নাকি বলেই ফেলে, ‘আমি যদি ভারতে থাকতে পারতাম!’ হেসে ওঠেন দর্শকরা জেডি ভান্সের বড় ছেলের নাম ইয়ান। সাত…