NASA ও Space X-এর যৌথ উদ্যোগ, গবেষণার কাজে মহাকাশে রওনা দিলেন চার নভোশ্চর
ফ্লোরিডা: ভারতের চন্দ্রযান-৩ অভিযান সাড়া ফেলে দিয়েছে সর্বত্র। সেই আবহেই বিভিন্ন দেশের চার নভোশ্চর রওনা দিলেন মহাকাশে। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA এবং ধনকুবের ইলন মাস্কের সংস্থা Space X-এর যৌথ উদ্যোগে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে রওনা দিলেন তাঁরা। Space X-এর ক্রিউ ড্র্যাগন এনডিউব়্যান্স ক্যাপসুল এবং তাকে বয়ে নিয়ে চলা Falcon 9 রকেটে চেপেই রওনা দিয়েছেন সকলে, এই অভিযানকে সংক্ষেপে Crew-7-ও বলা হচ্ছে, কারণ কোনও বাণিজ্যিক সংস্থার সঙ্গে হাত মিলিয়ে মহাকাশে মানুষ পাঠানোয় এটি NASA-র সপ্তম অভিযান। স্থানীয় সময় ভোর…