ভেঙে গেল ৮৭ বছর আগের পুরনাে রেকর্ড, এমসিজিতে পাঁচদিনে দর্শক সংখ্য়া ছাড়াল সাড়ে তিন লক্ষ
মেলবোর্ন: কথায় আছে টেস্ট ইজ বেস্ট। আরও একবার তার প্রমাণ মিলল। বর্ডার গাওস্কর ট্রফির (Border Gavaskar Trophy) জনপ্রিয়তা কতটা অস্ট্রেলিয়ায়, তা আলাদা করে বলার কিছু নেই। বর্ডার গাওস্কর ট্রফির ক্রিকেট ইতিহাসে মেলবোর্নে সর্বাধিক ৩ লাখ ৫০ হাজার ৭০০-র বেশি দর্শক পাঁচদিন ধরে ম্য়াচ দেখতে এসেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে কোনও ম্য়াচে পাঁচদিন ধরে সবচেয়ে বেশি দর্শক এসেছে এই মেলবোর্ন টেস্টেই। ১৯৩৭ সালে শেষবার এত বেশি পরিমাণ দর্শক এসেছিলেন মেলবোর্নে ম্য়াচ দেখতে। ১৯৩৭ সালে এমসিজিতে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।…