Swimmer Sayani Das: পাঁচ শেষ, এবার ছয়ের লক্ষ্যে জিব্রাল্টারে বাংলার জলকন্যা সায়নী, আতঙ্কের নয়া নাম হাঙর
Swimmer Sayani Das: ইতিমধ্যেই জয় করেছেন নর্থ চ্যানেল, ইংলিশ, ক্যাটালিনা,মলোকাই এবং কুক প্রণালী। পাঁচটা চ্যানেল জয় করার পর এবার লক্ষ্য জিব্রাল্টার। স্পেনে সায়নী পূর্ব বর্ধমান: কিছুদিন আগেই স্পেনে পৌঁছেছেন বর্ধমানের সায়নী। পূর্ব বর্ধমানের কালনা শহরের বারুইপাড়ার বাসিন্দা সায়নি দাস। সমস্ত বাধা অতিক্রম করে কঠিন অনুশীলন দিয়ে তিনি ইতিমধ্যেই জয় করেছেন নর্থ চ্যানেল, ইংলিশ, ক্যাটালিনা,মলোকাই এবং কুক প্রণালী। পাঁচটা চ্যানেল জয় করার পর এবার লক্ষ্য জিব্রাল্টার। সায়নী দাসের কথায়, এই জিব্রাল্টার চ্যানেলটি স্পেন এবং মরক্কোর মাঝখানে। অন্যান্য চ্যানেলের তুলনায় এই…