Vidyasagar University: গবেষণা করতে ইচ্ছুক! বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত পালপাড়া কলেজে রয়েছে সুযোগ
পালপাড়া মহাবিদ্যালয়ে পিএইচডি করার সুযোগ, বাংলা, এডুকেশন ও দর্শনে গবেষণা করতে পারবেন ছাত্রছাত্রীরা।পালপাড়া কলেজ পটাশপুর, মদন মাইতি: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অধীনস্ত পূর্ব মেদিনীপুরের একটি কলেজে পিএইচডি করার সুযোগ মিলছে। এই সুযোগ দিচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ ব্লকের যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়। কলেজটি এবার কলা বিভাগের বিভিন্ন বিষয়ে গবেষণার দরজা খুলে দিয়েছে। এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি কলেজের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বাংলা, এডুকেশনে এবং দর্শনে গবেষণা করার সুযোগ রয়েছে। মোট আসনসংখ্যা আটটি। বাংলায় চারটি আসন। এছাড়াও এডুকেশনে দু’টি ও দর্শনে দু’টি।…










